পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dilip slams Salim: অমাবস্যার চাঁদের মতো গায়েব বাম-কংগ্রেস জোট, সেলিমকে জবাব দিলীপের - সেলিমকে জবাব দিলীপের

অমাবস্যার চাঁদের মতো গায়েব বাম-কংগ্রেস জোট (Left Congress alliance)৷ মহম্মদ সেলিমকে এই ভাষাতেই জবাব দিলেন দিলীপ ঘোষ (Dilip slams Salim)৷

Dilip Ghosh slams Mohammed Salim over left congress alliance comment
অমাবস্যার চাঁদের মতো গায়েব বাম-কংগ্রেস জোট, সেলিমকে জবাব দিলীপের

By

Published : May 16, 2022, 9:36 AM IST

নিউটাউন, 16 মে: অমাবস্যার চাঁদের মতো গায়েব হয়ে গিয়েছে বাম-কংগ্রেস জোট (Left Congress alliance)৷ এই ভাষাতেই সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Mohammed Salim)৷ সেলিম বলেছিলেন বিজেপিকে হারাতে পারে বাম-কংগ্রেস জোট ৷ সেই মন্তব্যের তীব্র কটাক্ষ করে দিলীপ (Dilip slams Salim) বলেন, "লোক বোকা নয়, অনেক সুযোগ দিয়েছে ৷ ওদের ক্ষমা চাইতে হবে মানুষের কাছে ৷ তৃণমূলের হাত ধরে দু-এক শতাংশ ভোট বাড়ানো ছাড়া কিছুই করতে পারবে না ৷"

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যালয়ে হামলার ঘটনায় মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সোমবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে এ প্রসঙ্গে দিলীপ বলেছেন, "এগুলো নতুন কিছু নয় ৷ আমাদের রাজ্য অফিসেও হামলা হয়েছে ৷ নেতাদের গাড়িও ভাঙা হয়েছে ৷ পশ্চিমবঙ্গে বিরোধীদের উপর আক্রমণ স্বাভাবিক ঘটনা ৷ একজন বিরোধী দলনেতার অফিসও সুরক্ষিত নয় ৷ বাংলায় আইন-শৃঙ্খলা কোথায় যাচ্ছে ! যেটা আমরা বারবার বলি, এটাই তার প্রমাণ ।"

আরও পড়ুন:Dilip Ghosh : তেলাঙ্গানার সঙ্গে বাংলার তুলনা প্রসঙ্গে অমিত শাহ’কে সমর্থন দিলীপের

এ দিন জিটিএ নির্বাচনের বিরোধিতায় বিমল গুরুঙের গোর্খা জনমুক্তি মোর্চার অনশন কর্মসূচি প্রসঙ্গেও মুখ খুলেছেন দিলীপ ৷ তাঁর মতে, পাহাড়ে মোর্চার সংগঠন ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ৷ এখন জমি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন গুরুং ৷

নিউটাউনে দিলীপ

এ ছাড়াও এ দিন একাধিক বিষয়ে সরব হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ দলে অন্তর্দন্দ্ব, বেসুরো অর্জুন সিং-এর মন্তব্য, ডোমজুড়ে প্রকাশ্যে গুলি বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানান দিলীপ ঘোষ ৷

ABOUT THE AUTHOR

...view details