কলকাতা, 17 জুলাই : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সেই উপহার পেয়ে আপ্লুত মমতা চিঠি লিখেছেন পড়শি দেশের প্রধানমন্ত্রীকে ৷ গতকাল, শুক্রবার সেই ইস্যুকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷ বিজেপির রাজ্য সভাপতি তাঁর দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্থক্যও বোঝালেন ৷ এই কাজ করতে গিয়ে তিনি টেনে এনেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদাহরণ ৷
আরও পড়ুন :এবার ত্রিপুরা-অসম-পঞ্জাব-উত্তরপ্রদেশ-দিল্লিতেও দিদি, জায়েন্ট স্ক্রিনে একুশে জুলাই
গতকাল এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দিলীপ ঘোষ ৷ সেই পোস্টে একটি ছবি যেমন ছিল, তেমন ছিল কয়েকটি লাইন ৷ ছবিটি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠানোর মুহূর্তে তোলা হয় ৷ দিলীপের সোশ্যাল-পোস্ট অনুসারে, মমতার মতো বিপ্লবকেও আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা ৷ সেই উপহার পেয়ে মমতার মতোই আপ্লুত হন বিপ্লবও ৷ তাই কৃতজ্ঞতা জানিয়ে পালটা হাসিনাকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷