কলকাতা, 2 সেপ্টেম্বর : ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছে রাজ্য সরকার ৷ পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের এই পদক্ষেপ নিয়ে কটাক্ষ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর বক্তব্য, বাঁচার শেষ রাস্তা হিসাবে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার (West Bengal Government) ।
প্রসঙ্গত, কয়েকদিন আগে ভোট পরবর্তী হিংসার মামলার রায় দেয় কলকাতা হাইকোর্ট ৷ খুন, ধর্ষণ-সহ গুরুত্বপূর্ণ অভিযোগগুলির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত ৷ কম গুরুত্বপূর্ণ অভিযোগগুলির ক্ষেত্রে তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷
আরও পড়ুন :Dilip Ghosh : রাজ্য সভাপতিকে না জানিয়েই বিজেপির বৈঠকের দিন স্থির ! দিলীপের বক্তব্য ঘিরে জল্পনা
আদালতের রায়ের পর তদন্তের কাজে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ সেই তদন্ত বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজ্য সরকার ৷ গতকাল, বুধবার সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে এই খবর ৷ তার পর বৃহস্পতিবার সকালে বঙ্গ-বিজেপির সভাপতি এই প্রতিক্রিয়া দিয়েছেন ৷
দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূলও দাবি করেছে তাদের 16 জন মারা গিয়েছেন । 16 জন লোক মারা যাওয়া কি কম ব্যাপার ! কতজন মানুষ মরলে উনি স্বীকার করবেন ? আমাদের 50-60 কর্মী মারা গিয়েছেন ।’’
আরও পড়ুন :Lakshmi Bhandar Scheme : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ঘুম কেড়েছে সিপিএমের, বিরোধিতার প্রশ্নে বাড়ছে দ্বিধা
দিলীপের দাবি, আদালত সমস্ত তথ্য খতিয়ে দেখে জাতীয় মানবাধিকার কমিশনকে (NHRC) তদন্ত করতে বলে ৷ পরে কমিশনের রিপোর্ট খতিয়ে দেখেই আদালত এই রায় দিয়েছে ৷ তাঁর মতে, ‘‘আমার মনে হয় পাঁচজন বিচারপতি মিলে যেখানে রায় দিয়েছেন হিংসা হয়েছে তার সুবিচার হওয়া উচিত । আমার মনে হয় না আর কোনও রাস্তা বাকি আছে ।’’
কিন্তু সিবিআই তদন্তে ভয় পেয়েই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পালটা মামলা করেছে বলে দিলীপ ঘোষের বক্তব্য ৷ তিনি বলেন, ‘‘যারা এতদিন বলত সিবিআই কোনও কাজেরই না, তারাই এখন সিবিআই-এর ভয় করছে । সিবিআই এখন মাঠে, ঘাটে, জঙ্গলে পৌঁছে যাচ্ছে ৷ এখন বুঝতে পারছে আর কিছু লুকিয়ে রাখা যাবে না । বাঁচার শেষ রাস্তা হিসাবে সুপ্রিম কোর্টে যাচ্ছে ।’’