কলকাতা, 11 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে (Bhabanipur By Election) ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তাঁর সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে ৷ এই ইস্যুতে শনিবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সমালোচনায় সরব হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷
এদিন সকালে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দাবি করেন, ক্ষমতার দম্ভে এই কথা বলছেন ফিরহাদ ৷ পাশাপাশি তিনি জানান, যখন তাঁকে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল, তখনও একই ধরনের প্রশ্ন তুলেছিলেন ফিরহাদ ৷ কিন্তু দিলীপ ঘোষ কে, এখন তো গোটা রাজ্যে জেনে গিয়েছে ৷
আরও পড়ুন :Abhishek Banerjee : কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেককে তলব ইডি-র
মেদিনীপুরের সাংসদের বক্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে কে চিনত ? রাজনীতিতে এসে সবাই নিজের পরিচয় তৈরি করে ।’’ এখানে উল্লেখ্য যে, ভবানীপুরের উপনির্বাচনে বিজেপির প্রিয়াঙ্কার লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ৷ নন্দীগ্রামে (Nandigram) বিজেপির শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে হেরে যাওয়ার জন্যই এই লড়াইয়ে নামতে হয়েছে মমতাকে ৷
তাই এবারও মমতাকে ভোটের ময়দানে নাস্তানাবুদ করতে কোমর বেঁধে নামছে বিজেপি ৷ সেই লড়াইয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভাল ফল করবেন বলেই আশাবাদী দিলীপ ঘোষ ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, আজ সিবিআই যে পিছনে লেগেছে তৃণমূলের, তাতে প্রিয়াঙ্কার অবদান আছে । প্রিয়াঙ্কা কে, তা আগামীদিনে তৃণমূল বুঝতে পারবে ।
আরও পড়ুন :Mamata Banerjee : বার্ষিক আয় বেড়েছে 5 লাখ, কমেছে ব্যাঙ্ক ব্যালেন্স ; হলফনামা মমতার