কলকাতা, 22 মে:কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের দাম কমালেও এ রাজ্যের সরকার কিছুই কমাবে না (Petrol diesel price)৷ তারা শুধু আন্দোলন করতে পারে ৷ আর কেন্দ্রের থেকে টাকা চাইতে পারে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র কটাক্ষ করে এ কথা বলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt)৷ এসএসসি দুর্নীতি, ডিএ মামলা-সহ নানা ইস্যুতে এ দিন রাজ্যকে দুষেছেন বিজেপি সাংসদ ৷ পাশাপাশি তিনি জানালেন, দলের রাষ্ট্রীয় কার্যকারিণীর বৈঠকে আলোচিত বিষয়ের কথা ৷
রবিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে রোজকার মতোই সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁকে রাষ্ট্রীয় কার্যকারিণীর বৈঠকের কথা জিজ্ঞেস করা হলে তিনি জানান, "মূলত আগামী 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে । দু'তিনটে অভিযান চলবে আমাদের ৷ যে সব বুথে আমরা বারবার হারছি, সেই বুথগুলিতে যাতে জিততে পারি চার চেষ্টা তলবে ৷ সারা দেশে এ রকম প্রায় 75 হাজার বুথকে চিহ্নিত করা হয়েছে, যেটা আপাতত সাংসদ ও বিধায়করা দেখবেন ৷ আমাকেও এই কাজের চার জনের কমিটির মধ্যে রাখা হয়েছে ৷ আটটা রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখতে হবে ৷ এর সঙ্গে আগামী 30 তারিখ থেকে মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে সরকারি সাফল্যের প্রচারে 15 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে ৷ এ ছাড়াও নতুন লোকসভা ধরে ধরে তার প্রস্তুতি শুরু হয়েছে ৷ এগুলোর উপর বিস্তৃত আলোচনা হয়েছে এবং যে যে রাজ্যে এ বছর বা আগামী বছর বিধানসভা নির্বাচন আছে তার প্রস্তুতি কী রকম চলছে এ ব্যাপারে আলোচনা হয়েছে ।"
আরও পড়ুন:Dilip Ghosh over SSC Scam : বাঙালিকে শিক্ষিত বলে মানে লোকে, তা কোথায় পৌঁছে গিয়েছে ! মন্তব্য দিলীপের