পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dilip on Saugata Roy's Comment : সত্যি বলে ফেলেছেন সৌগত, কটাক্ষ দিলীপের - BJP National Vice President Dilip Ghosh

বৃহস্পতিবার তৃণমূলের সাংসদ সৌগত রায় (TMC MP Saugata Roy) মন্তব্য় করেন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটিও নারী নির্যাতনের ঘটনা লজ্জার ৷ এই নিয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, সত্যি বলে ফেলেছেন সৌগত ৷

Dilip on Saugata Roy's Comment : সত্যি বলে ফেলেছেন সৌগত, কটাক্ষ দিলীপের
Dilip on Saugata Roy's Comment : সত্যি বলে ফেলেছেন সৌগত, কটাক্ষ দিলীপের

By

Published : Apr 14, 2022, 9:43 PM IST

কলকাতা, 14 এপ্রিল : মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটিও নারী নির্যাতনের ঘটনা লজ্জার ৷ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের (TMC MP Saugata Roy) এই বক্তব্য রীতিমতো হইচই ফেলে দিয়েছে সর্বত্র ৷ এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) বলেন, ‘‘সৌগতবাবু বলতে বাধ্য হয়েছেন । এত কিছু হচ্ছে এতদিন সংযত ছিলেন ৷ মুখ থেকে সত্য কথা বেরিয়ে গিয়েছে ।’’

একই সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমরা একথা বারবার বলেছি । সাধারণ নাগিরিকরা বলছেন । বিভিন্ন পেশার বুদ্ধিজীবীরা বলেছেন । বাস্তব কথাই তিনি (সৌগত রায়) বলেছেন ।’’

অন্যদিকে এদিন হাঁসখালির (Hanskhali Rape) ঘটনা প্রসঙ্গে বুদ্ধিজীবীদের একহাত নেন দিলীপ ঘোষ । তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘হাঁসখালির ঘটনায় কোনও মোমবাতি মিছিল হয়নি কেন ?" দিলীপ ঘোষের কটাক্ষ, "মোমবাতি দেখিয়ে পেট চলত । পেটে এত চর্বি হয়ে গিয়েছে । হাঁটতে অসুবিধা হয়ে গিয়েছে । মোমবাতি দেখিয়ে আগে দোকান চলত । এখন মোমবাতি দেখালে দানাপানির অসুবিধা হয়ে যাবে । এদের কাছ থেকে কিছু আশা করবেন না ।’’

Dilip on Saugata Roy's Comment : সত্যি বলে ফেলেছেন সৌগত, কটাক্ষ দিলীপের

পাশাপাশি বুদ্ধিজীবীদের একাংশের সামাজিক মাধ্যমে পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সোশ্যাল মিডিয়া এখন শর্টকাট মাধ্যম হয়ে গিয়েছে। এতে তেমন কোনও লাভ হয় না ।’’

আরও পড়ুন :Saugata on Crime Against Women : মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটি নারী নির্যাতনও লজ্জার, 'বেসুরো' সৌগতর মন্তব্যে তোলপাড়

ABOUT THE AUTHOR

...view details