হাওড়া, 23 ফেব্রুয়ারি : BJP কারওর একার দল নয় ৷ তাই দলের কোনও একটি মুখ নেই ৷ হাওড়ায় এমনটাই বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
BJP-র মুখ কেউ একা নন : দিলীপ ঘোষ - Howrah
BJP নেতা শোভন চট্টোপাধ্যায়কে পরবর্তী মেয়র হিসেবে দেখতে চেয়ে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে কলকাতা নাগরিক বৃন্দ ৷ যার 24 ঘণ্টা কাটতে না কাটতেই উত্তর কলকাতায় মেয়র ফিরহাদ হাকিমকের নামে পোস্টার দেখা গিয়েছে ৷
এপ্রিলের মাঝামাঝি রাজ্যে পৌরভোট ৷ তার আগে দলীয় মুখ কে হবেন তা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা তুঙ্গে ৷ কলকাতার দক্ষিণ থেকে উত্তর সর্বত্র কে কাকে কত টক্কর দিতে চলেছেন, তার ছবি গত দু’দিন ধরে দেখা যাচ্ছে শহরের রাস্তায় ৷ প্রাক্তন ও বর্তমান দুই মেয়রকে নিয়ে পোস্টার পড়েছে শহরের রাস্তায় ৷ একদিকে BJP-র শোভন চট্টোপাধ্যায় ও অন্যদিকে তৃণমূলের ফিরহাদ হাকিম ৷ আজ সকালে হাওড়া ময়দানে হাঁটতে বেরিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘BJP কারওর একার দল নয় ৷ কোনও ব্যক্তিকে সামনে রেখে আমরা নির্বাচনে লড়াই করি না ৷ দলকে সামনে রেখেই আমরা নির্বাচন লড়ব ৷’’
BJP নেতা শোভন চট্টোপাধ্যায়কে পরবর্তী মেয়র হিসেবে দেখতে চেয়ে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে কলকাতা নাগরিক বৃন্দ ৷ যার 24 ঘণ্টা কাটতে না কাটতেই উত্তর কলকাতায় মেয়র ফিরহাদ হাকিমকের নামে পোস্টার দেখা গিয়েছে ৷