কলকাতা, 20 অক্টোবর : সুস্থ আছেন কোরোনা আক্রান্ত BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । 16 অক্টোবর থেকে সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি COVID হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । ওই হাসপাতাল সূত্রে খবর, আজ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হতে পারে । কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় শুক্রবার রাত পৌনে 10টা নাগাদ তাঁকে ভরতি করানো হয় ৷
আরও পড়ুন :সুস্থ হয়ে উঠছেন কোরোনা আক্রান্ত দিলীপ ঘোষ, শিফট করা হল কেবিনে
হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর সরকারি গাইডলাইন অনুযায়ী আগামী 7 দিন সেলফ আইসোলেশনে তাঁকে থাকতে হবে বলে জানা গেছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আরও জানা গেছে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ৷ জ্বর কমেছে এবং রক্তে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক রয়েছে । তাঁর কোনও কোমরবিডিটি কেস নেই । তবে, তাঁকে পর্যবেক্ষণের জন্য হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU)-এ রাখা হয়েছিল ।
আরও পড়ুন :কোরোনা আক্রান্ত দিলীপ ঘোষ, ভরতি হাসপাতালে
রবিবার HDU থেকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয় । বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে শেষ পর্যন্ত পাওয়া খবরে, দিলীপ ঘোষ সুস্থ আছেন । রক্তচাপ, রক্তে অক্সিজেনের পরিমাণ সহ তাঁর শরীরের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্যারামিটার আপাতত স্থিতিশীল রয়েছে । শনিবার তাঁর ফুসফুসে সিটিস্ক্যান করা হয়েছিল, সেই রিপোর্টে শারীরিক অবস্থার অবনতি সংক্রান্ত বিষয়ে কিছু পাওয়া যায়নি । স্বাভাবিক খাবারই তাঁকে দেওয়া হচ্ছে পথ্য হিসেবে ৷