দমদম, 20 জুন: 'ন্যাশনাল হেরাল্ড' মামলায় (National Herald Case) রাহুল গান্ধিকে (Rahul Gandhi) দফায় দফায় জেরা এবং 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর বিরোধিতায় রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে কংগ্রেস (Congress) ৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে কংগ্রেসের অস্তিত্ব নিয়েই কটাক্ষ করেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ সোমবার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভালই হয়েছে ৷ এখন রোদ নেই ৷ ঠান্ডা ঠান্ডা আছে ৷ আন্দোলন না-করলে মানুষ বুঝবে কীভাবে যে কংগ্রেস আছে !"
দিলীপের বক্তব্য, দুর্নীতি নতুন হচ্ছে না ৷ তবে, এখন সেসবের তদন্ত হচ্ছে ৷ তদন্ত হলে তো অভিযুক্তদের ডাকা হবেই ৷ এত দিন কোনও কিছু ছিল না ৷ এখন হঠাৎ প্রতিবাদ করতে রাস্তায় নামছে কংগ্রেস ৷ দিলীপের বার্তা, নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতেই রাস্তায় নেমে অবরোধ, আন্দোলন করছেন কংগ্রেসের নেতা ও কর্মীরা ৷