নিউটাউন, 25 জুন: তৃণমূলে রাজনৈতিক লোকজন কম, সিন্ডিকেট এবং গুন্ডা দিয়ে দল চলছে (Dilip Ghosh Criticises TMC for Engaging in Politics of Fear) ৷ একুশে জুলাইয়ের মঞ্চ ভরানো নিয়ে আসানসোলের তৃণমূলের ব্লক সভাপতির বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর অভিযোগ লোকজনকে ভয় দেখিয়েই তৃণমূল চলছে ৷ খেটে খাওয়া গরিব মানুষকে ভয় দেখিয়ে সভা ভরানো হয় বলেও অভিযোগ করেন তিনি ৷ প্রসঙ্গত অভিযোগ উঠেছে, 21 জুলাই তৃণমূলের শহিদ দিবসে ধর্মতলার জনসভায় না গেলে, আসানসোলে কোনও কাজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্য ৷
ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আইন অনুযায়ী বাইপাসের ধারের ভাঙড় সংলগ্ন পঞ্চায়েত এলাকায় কংক্রিটের নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে ৷ কিন্তু, সেইসব এলাকার জলাভূমি বুজিয়ে বহুতল নির্মাণের অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে ৷ যা নিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন, তৃণমূলের মদতে সেই সব বেআইনি নির্মাণ হচ্ছে ৷ এ প্রসঙ্গে চন্দননগরেও জলাভূমি বুজিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷ আর এ নিয়ে একবার যখন আদালতে মামলা হয়েছে, এর প্রতিকারও সেখানেই হবে বলে মনে করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷