কলকাতা, 20 এপ্রিল : গরু-ছাগলের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে নিউটাউনের সিলিকন ভ্যালি ৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিন সিলিকন ভ্যালির প্রজেক্ট নিয়ে রাজ্য সরকারকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises State Government Over Incomplete Silicon Valley) ৷ এ দিন সিলিকন ভ্যালি ঘুরে দেখলেন (Dilip Visits Silicon Valley) এবং ছবিও তুললেন তিনি ৷
তবে, দিলীপ ঘোষের হঠাৎই এই সিলিকন ভ্যালির প্রজেক্ট ঘুরে দেখা কাকতালিয় নয় ৷ আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলন ৷ যেখানে 19টি দেশের শিল্পপতিদের পাশাপাশি, ভারতের প্রথমসারির শিল্পপতিরা উপস্থিত থাকবেন ৷ তাই তার আগে সিলিকন ভ্যালিটা তাঁর ঘুরে দেখা উচিত বলে জানান দিলীপ ৷ তিনি বলেন, ‘‘দু-তিন বছর আগে রাজারহাটের সিলিকন ভ্যালি মুখ্যমন্ত্রীর হোর্ডিং দিয়ে ঘিরে ফেলা হয়েছিল ৷ এখনও কয়েকটি হোর্ডিং আছে ৷ কিন্তু, মানুষের দেখা নেই ৷ এখন হোগলার জঙ্গল, আর গরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে ৷ মানুষ ঢুকতে পারবে না ৷ এক কোদাল মাটিও কাটা হয়নি সিলিকন ভ্যালির প্রজেক্ট এলাকায় ৷’’
রাজ্যের মানুষের সঙ্গে তৃণমূলের সরকারি বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেন দিলীপ ৷ তিনি বলেন, বছরের পর বছর বাণিজ্য সম্মেলন হচ্ছে ৷ আর সেই সঙ্গে কোটি কোটি টাকা নয়ছয় হচ্ছে ৷ কিন্তু, যাঁদের করের টাকা খরচ হচ্ছে, সেই সাধারণ মানুষ কিছুই পায়নি বলে অভিযোগ দিলীপের ৷ পাঁচটা বাণিজ্য সম্মেলন করে কী লাভ হয়েছে ? কত টাকা খরচ হয়েছে ? আর কত টাকা বাস্তবে বিনিয়োগ হয়েছে ? সেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ ৷