নিউ টাউন, 1 সেপ্টেম্বর: ইউনেস্কোকে (UNESCO) ধন্যবাদ জানাতে যেভাবে সপ্তাহের একটি কাজের দিনে কলকাতার একাধিক রাস্তায় যানচলাচল বন্ধ করে শোভাযাত্রা করা হচ্ছে, কড়া ভাষায় তার প্রতিবাদ জানিয়েছেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এভাবে 'সরকারি টাকায় ফূর্তি করা হচ্ছে' বলে তাঁর অভিযোগ ! বৃহস্পতিবার দুপুর 2টোয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে সংশ্লিষ্ট শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা বুধবারই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর এবং তাঁর সরকারের বক্তব্য হল, কলকাতার দুর্গাপুজোকে (Kolkata Durga Puja) সম্প্রতি হেরিটেজ (Intangible Cultural Heritage) স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ৷ এতে বাংলা তথা সমগ্র ভারত গর্বিত ৷ তাই আন্তর্জাতিক ওই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাতেই এই শোভাযাত্রার আয়োজন ৷
সরকারের এই উদ্যোগকে অনেকে যেমন সাধুবাদ জানিয়েছেন, তেমনই এ নিয়ে বিতর্কও হচ্ছে ৷ সমালোচকদের অভিযোগ, সপ্তাহের একটি কাজের দিনে শোভাযাত্রার জন্য ব্যস্ত রাস্তায় যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত কখনই সমর্থন করা যায় না ৷ তাছাড়া, এই শোভাযাত্রায় স্কুলপড়ুয়াদের একাংশও অংশগ্রহণ করবে বলে আগে থেকেই শোনা যাচ্ছিল ৷ এই বিষয়টি নিয়েও অনেকেই আপত্তি তুলেছেন ৷ তাঁদের বক্তব্য, এমনিতেই করোনার জেরে দীর্ঘদিন স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল ৷ তার উপর উৎসবের মরশুমে ছুটি শুরু হয়ে গেলে আবার বন্ধ থাকবে স্কুল ৷ তার আগে শুধুমাত্র শোভাযাত্রার জন্য ছাত্রীছাত্রীদের একটি দিন নষ্ট করা অনর্থক বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ ৷