নিউটাউন, 23 মে : তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন অর্জুন সিং (Arjun Singh) ৷ আর তার পরেই ঘটল দিলীপ ঘোষের ক্ষোভের বহিঃপ্রকাশ ৷ আর সেটা কার্যত শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই (Dilip Ghosh Criticises BJP Central Leaders on Arjun Singhs Left) ৷ ক্ষুব্ধ দিলীপ ঘোষ এ দিন অভিযোগ করেন, 2019 সাল থেকে যে সব কর্মীরা লড়াই করে দলকে তুলে নিয়ে এসেছেন ৷ আজ তাঁদের পিছনে করে দেওয়া হয়েছে ৷ আর যাঁদের সামনে আনা হয়েছিল, তাঁরাই চলে যাচ্ছেন ৷ স্বাভাবিকভাবেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির অভিযোগের তির দীনদয়াল মার্গের নেতাদের বিরুদ্ধেই ৷
অর্জুন সিং যে কেবল বিজেপির সাংসদ বা নেতা ছিলেন, তা নয় ৷ অর্জুন সিং বিজেপিতে থাকার অর্থ ছিল, উত্তর 24 পরগনার প্রায় 90 শতাংশ বিজেপির দখলে ৷ এই পরিস্থিতিতে অর্জুনের তৃণমূলে ফিরে যাওয়ার অর্থ, উত্তর 24 পরগনায় বিজেপির সাংগঠনিক শক্তি ভেঙে পড়া ৷ এই পরিস্থিতিতে আজ থেকে তিনদিনের সাংগঠনিক বৈঠক রয়েছে রাজ্য বিজেপির ৷ যেখানে দিল্লি থেকে জেপি নাড্ডা-সহ বিজেপির শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানা যাচ্ছে ৷ দিলীপ ঘোষও আজ দিল্লি যাচ্ছেন ৷ সেখান থেকেই ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন ৷ অর্জুনের মত একজন নেতার দলত্যাগ নিয়ে স্বাভাবিকভাবেই সরগরম হতে চলেছে বিজেপির এই বৈঠক ৷