কলকাতা, 8 জুলাই: রথযাত্রার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আগে জানলে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতেন ৷ আর এ বার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর (Dilip Ghosh Confident Over Wining Chance of Draupadi Murmu in Presidential Election) ৷ বললেন, ‘‘প্রথমবার ভারতবাসী একজন আদিবাসী রাষ্ট্রপতি পেতে চলেছে ৷’’ তবে, বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে যশবন্ত সিনহাকে ‘মুরগি’ করা হয়েছে বলে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ একই সঙ্গে যশবন্ত সিনহার মনোনয়ন পেশের সময় কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন না, সেই প্রশ্নও তোলেন দিলীপ ৷
রাজনৈতিক দলগুলির কাছে ভোট চাইতে শনিবার রাজ্যে আসছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ৷ দিল্লির অলিন্দে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, তাঁর জয় কার্যত নিশ্চিত ৷ মনে করা হচ্ছে, বিরোধী জোটের অনেক দলই হয়তো প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পদপ্রার্থী হিলাবে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে ৷ এই পরিস্থিতিতে, দ্রৌপদী মুর্মুকে কার্যত জয়ী ঘোষণা করে দিলেন দিলীপ ঘোষ ৷ এ দিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, ‘‘ভারতবাসী প্রথমবার একজন আদিবাসী রাষ্ট্রপতি পেতে চলেছে ৷ তিনি বহুবার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ৷ তিনি কারও থেকে কোনও অংশ কম নন ৷’’