কলকাতা, 5 জুলাই : ভারতীয় জনতা পার্টির (BJP) কর্মসূচি ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি সোমবার কলকাতায় তৈরি হল, তার দায় পুলিশের ঘাড়েই ঠেললেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর দাবি, বিজেপি এদিন করোনা প্রোটোকল মেনে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চেয়েছিল ৷ কিন্তু পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে ৷
কয়েকদিন আগেই বিজেপির এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল ৷ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে কলকাতা পুরনিগম (Kolkata Municipal Corporation) ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল বিজেপি ৷ যদিও এর জন্য পুলিশ তাদের কোনও অনুমতি দেয়নি ৷ তার পরও বিজেপি নেতা-কর্মীরা কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল শুরু করে ৷
আরও পড়ুন :মাঝপথেই ছত্রভঙ্গ বিজেপির মিছিল, আটক বহু কর্মী
সেন্ট্রাল অ্যাভিনিউতে তাদের মিছিল পুলিশ আটকায় ৷ তার পরই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷ বেশ কিছু নেতা-কর্মীকে আটক করে পুলিশ ৷ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন ৷ দিলীপ ঘোষের দাবি, আপাতত দু’জন কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ৷
বিজেপির এই কর্মসূচি ঘিরে গত কয়েকদিন ধরেই প্রশ্ন উঠছিল ৷ কারণ, করোনা পরিস্থিতিতে জমায়েত করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েই প্রশ্ন উঠেছিল ৷ যদিও দিলীপ ঘোষের দাবি, এই ভ্যাকসিন কেলেঙ্কারির বিরোধিতা করার দরকার ছিল ৷ তাই মানুষের স্বার্থেই এই প্রতিবাদ করা হয়েছে ৷