কলকাতা, 29 জুন : পশ্চিমবঙ্গের সঙ্গে এবার কাশ্মীরের (Kashmir) তুলনা টানলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) মিটে যাওয়ার পর পশ্চিমবঙ্গে যত হিংসার ঘটনা ঘটেছে, তত ঘটনা এত বছরে কাশ্মীরেও ঘটেনি ৷
মঙ্গলবার বেলায় বিজেপির (BJP) রাজ্য কার্যকারিণী সমিতির বৈঠক শুরু হয়েছে ৷ সেই বৈঠকের শুরুতে ভাষণ দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি এই মন্তব্য করেন ৷ একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence)-সহ একাধিক ইস্যুতে তিনি রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন ৷
আরও পড়ুন :রাজ্য কমিটির বৈঠকে ভাগ্য নির্ধারণ কৈলাসদের, নজরে রাজীব-সহ অন্যান্য
উল্লেখ্য, চলতি বছরের 2 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় ৷ সেই ফলাফলে দেখা যায় যে দু’শোর বেশি আসনে জিতে ফের ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ বিজেপির অভিযোগ, এর পর থেকে দলের কর্মীদের উপর অত্যাচার শুরু হয়েছে ৷ অনেকে ঘরছাড়া হয়েছেন ৷ মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে ৷ বাড়িঘর ভাঙচুর করা হয়েছে ৷
এদিন দিলীপ ঘোষের ভাষণে উঠে এসেছে সেই প্রসঙ্গগুলিও ৷ ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হওয়ার জন্য রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Governor Jagdeep Dhankhar) কুকথা শুনতে হচ্ছে বলে তিনি এদিন দাবি করেছেন ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও (Mamata Banerjee) রাজ্যপাল সম্পর্কে কুকথা বলছেন ৷ রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে জলাঞ্জলি দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন :2 জুলাই রাজ্যপাল কি মমতার সরকারের দেওয়া ভাষণ পাঠ করবেন ?
এদিকে বিজেপির একাধিক জনপ্রতিনিধি থেকে নেতা উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ৷ এই দাবি বিজেপি সমর্থন করে না বলে আগেই জানিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ এদিনও তিনি একই কথা বলেছেন ৷ তাঁর বক্তব্য, একটাই রাজ্য আগেও ছিল আগামিদিনেও থাকবে ৷