পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 8, 2019, 10:44 PM IST

ETV Bharat / city

নিরাপত্তা বাড়ল দিলীপ, ভারতীর

এবার থেকে 'Z' ক্যাটেগরির নিরাপত্তা পাবেন দিলীপ ঘোষ ৷ BJP রাজ্য সভাপতির নিরাপত্তার জন্য 32 জন কেন্দ্রীয় জওয়ান নিয়োগ করছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ দিলীপের সঙ্গে ভারতী ঘোষেরও নিরাপত্তা বাড়ছে ৷

দিলীপ ঘোষ ও ভারতী ঘোষ-ফাইল ছবি

কলকাতা, 8 অগাস্ট : রাজ্য BJP সভাপতির নিরাপত্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এবার থেকে 'Z' ক্যাটেগরির নিরাপত্তা পাবেন দিলীপ ঘোষ ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ এতদিন 'Y+' ক্যাটেগরির নিরাপত্তা পেতেন ৷ কিন্তু এবার থেকে 'Z' ক্যাটেগরির নিরাপত্তা পাবেন তিনি ৷ সেই সঙ্গে তাঁর কনভয়ে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবে একটি বিশেষ এসকর্ট ভ্যান ৷ এই ভ্যান এবার থেকে দিলীপ ঘোষের কনভয়ে ব্যবহৃত হবে ৷ পাশাপাশি BJP সভাপতির নিরাপত্তার জন্য 32 জন কেন্দ্রীয় জওয়ান নিয়োগ করছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আগে দিলীপবাবুর নিরাপত্তার জন্য 24 জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিযুক্ত ছিল ৷

আরও পড়ুন : BJP-র সদস্য সংখ্যা ছাড়াল 50 লাখেরও বেশি, চমকে দিচ্ছে উত্তরবঙ্গ

রাজ্য BJP সভাপতির পাশাপাশি নিরাপত্তা বাড়ছে ভারতী ঘোষেরও ৷ এবার থেকে ভারতী ঘোষ 'Y+' ক্যাটেগরির নিরাপত্তা পাবেন ৷ ভারতী ঘোষ এতদিন Y ক্যাটেগরির নিরাপত্তা পেতেন ৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ দল দিলীপ ঘোষ ও ভারতী ঘোষের বাড়িতে সমীক্ষা করে গেছে ৷ চলতি সপ্তাহেই বাড়তি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে ৷ অন্যদিকে, রাজ্য BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় ও দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সহ বেশকিছু নেতাদের নিরাপত্তা কমছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর ৷

ABOUT THE AUTHOR

...view details