কলকাতা, 9 মার্চ: মহিলাদের মাদক খাইয়ে প্রতিবাদের মুখ বানানো হচ্ছে ৷ রবিবার আন্তর্জাতিক নারী দিবসে এই মন্তব্যই করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই । দিলীপ ঘোষকে বয়কটের দাবি জানিয়েছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷
রবীন্দ্রভারতীতে প্রাক-দোলে অশ্লীলতা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, ‘‘এই রাজ্যের সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে ৷ নারীরা রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি ভুলতে বসেছে ৷ মাদক ব্যবহার করে তাদের প্রতিবাদের মুখ করে তোলা হচ্ছে ৷ তারা সারাদিন চিৎকার করে চলেছে শুধু ৷ কী ধরনের বাংলা এটা ৷’’
এখানেই শেষ নয় । তিনি আরও বলেন, ‘‘মহিলারা যদি এরকম ব্যবহার করে, তাহলে সাধারণ মানুষ তাদের সঙ্গে কীরকম ব্যবহার করবে? তারা জুলুমের শিকার হয়ে উঠবে ৷’’ তবে সংস্কৃতির অবক্ষয়ের ঘটনায় তিনি নির্দিষ্ট করে কাউকে দোষারোপ করতে চাননি । বলেন, ‘‘এটি কারও একার কাজ নয়, মিলিত ঘটনা ৷ সবাইকে একত্রিত হয়ে এর কারণ খুঁজে বের করতে হবে ৷’’