পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"পার্থবাবু যেন কাট মানি না খান", পার্শ্ব-শিক্ষকদের আন্দোলনে গিয়ে কটাক্ষ দিলীপের

"কেন্দ্র সরকার পার্শ্ব শিক্ষকদের জন্য টাকা দিচ্ছে অথচ সেই টাকা তাঁরা পাচ্ছেন না । এটা চরম অন্যায় হচ্ছে" । আজ পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে গিয়ে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পার্শ-শিক্ষকদের আমরণ অনশন মঞ্চে

By

Published : Nov 16, 2019, 8:33 PM IST

কলকাতা, 16 নভেম্বর: কাট মানি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । দিলীপবাবু বলেন, "শিক্ষকদের প্রাপ্য 60 শতাংশ টাকা থেকে যেন পার্থবাবু কাট মানি না খান ।" শনিবার সকালে সল্টলেকে সেন্ট্রাল পার্কের কাছে পার্শ্ব-শিক্ষকদের আমরণ অনশন মঞ্চে যান দিলীপবাবু ৷ তিনি সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সরকারকে কটাক্ষ করেন ।

গত সোমবার ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করা এবং স্থায়ীকরণের দাবিতে হাজারখানেক পার্শ্ব-শিক্ষক বিকাশ ভবন থেকে 100 মিটার দূরে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে ধরনায় বসেন ৷ তাঁদের মধ্যে 30 জন শিক্ষক-শিক্ষিকা শুক্রবার রাত থেকে আমরণ অনশন শুরু করেন ৷ আজ শনিবার ছিল ধরনার ষষ্ঠ দিন এবং অনশনের দ্বিতীয় দিন ৷

BJP-র রাজ্য সভাপতি ধরনায় বসা পার্শ্ব-শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, "পার্শ্ব-শিক্ষকদের কথা আমি দিল্লিতে গিয়ে বলব । কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে এদের দুর্দশার কথা জানাব । কেন্দ্র সরকার এদের জন্য টাকা দিচ্ছে অথচ সেই টাকা শিক্ষকরা পাচ্ছে না । এটা চরম অন্যায় হচ্ছে" ৷

ABOUT THE AUTHOR

...view details