পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দীপাবলির সময় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস - আলিপুর আবহাওয়া অফিস

সপ্তাহান্তে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ আগামী সপ্তাহে নিম্নচাপ কেটে গেলে রাজ্যে ঢুকবে উত্তরের ঠান্ডা হাওয়া ৷ জানাল আলিপুর আবহাওয়া দপ্তর ৷

ফাইল ছবি

By

Published : Oct 22, 2019, 10:49 AM IST

কলকাতা, 22 অক্টোবর: চলতি সপ্তাহের শেষে দীপাবলির সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ৷ আর তার জেরে থমকে উত্তরের ঠান্ডা হওয়া ৷ জানাল আলিপুর আবহাওয়া দপ্তর ৷

অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । এই ঘূর্ণাবর্ত আগামী 48 ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে চলেছে । নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারের পর থেকে অর্থাৎ সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে উপকূলের জেলাগুলোতে । এমন কী উপকূলের জেলাগুলোর মধ্যে কয়েকটি জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এই ঘূর্ণাবর্ত আগামী 48 ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে । এর ফলে বাধা পাচ্ছে উত্তর দিক থেকে আসা ঠান্ডা হাওয়া । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ খানিকটা কমবে । আগামী সপ্তাহে নিম্নচাপ কেটে যাওয়ার পর আকাশ পরিষ্কার হবে । আকাশ পরিষ্কার হলে উত্তরের হাওয়া বিনাবাধায় প্রবেশ করতে পারবে রাজ্যে । উত্তরের শুষ্ক হওয়ার সঙ্গেই শীতের আমেজ প্রবেশ করবে রাজ্যে ।

ABOUT THE AUTHOR

...view details