কলকাতা, 11 মে : সরকারি বাসের সফরকে আরও সুবিধাজনক করতে রাজ্য পরিবহণ দফতর একটি নয়া উদ্যোগ নিতে চলেছে । খুব শীঘ্রই চালু হতে চলেছে স্মার্ট কার্ড পরিষেবা । কিছুটা মেট্রোর ধাঁচে হবে এই স্মার্ট কার্ড । যাত্রীদের সুবিধার্থে যাতে একটি কার্ডেই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC), সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBSTC)-র বাসে সফর করা যাবে ৷ এই উদ্যোগ নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর (Digital smart card to be introduced in government buses)।
রাজ্যের সব পরিবহণ ব্যবস্থাকে এক ছাদের তলায় আনতে চায় পরিবহণ দফতর । প্রাথমিকভাবে এনবিএসটিসি-তে পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই ব্যবস্থা । যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে, সেটা দেখার পরই ধাপে ধাপে বাকি পরিবহণ নিগমেও শুরু করা হবে স্মার্ট কার্ড পরিষেবা । সবকটি নিগমে এই কার্ড চালু হয়ে গেলে, একটি কার্ডেই রাজ্যের যেকোনও জায়গায় সফর করা যাবে বলে জানা গিয়েছে ।