কলকাতা, 13 নভেম্বর : এক্সাইডের বুকে গ্রিন পুলিশের দাদাগিরি ছবি ইতিমধ্যেই গোটা শহরজুড়ে ভাইরাল হয়েছে।। এর পরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ ৷ কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র নিচুতলার পুলিশ কর্মী বিশেষ করে গ্রিন পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের সফট স্কিলের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন ৷ সিদ্ধান্ত নেওয়া হয় প্রশিক্ষণ দেবেন কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক অরিজিত সিং। সেই সফট স্কিল প্রশিক্ষণ চালু হওয়ার পরই কলকাতার রাস্তায় ধরা পড়ল অন্য ছবি ৷
বৃদ্ধাকে হাত ধরে রাস্তা পার করাচ্ছে গ্রিন পুলিশ। যাঁদের মুখে মাস্ক নেই তাঁদের সতর্ক করা। পাশাপাশি যে সকল পথচারী ট্র্যাফিক আইন লঙঘন করছেন, তাঁদের ভালভাবে বুঝিয়ে পথ চেনাচ্ছেন সিভিক ভলান্টিয়াররা। এমনই নানা ছবি সম্প্রতি ধরা পড়ল কলকাতার রাস্তায় ৷ সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশ কলকাতা পুলিশের যে হেল্পিং হ্যান্ড, তা কার্যত স্বীকার করে নিলেন শ্যামবাজার ট্র্যাফিক গার্ডের অফিসার ইনচার্জ রাজকুমার সিং।