পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনায় মৃত্যু হল কলকাতার নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞের - corona

প্রখ্যাত গাইনোকলজিস্টকে গত 14 অগাস্ট মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়৷

died corona infected veteran doctor
কোরোনায়

By

Published : Sep 2, 2020, 12:06 AM IST

Updated : Sep 2, 2020, 1:42 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: COVID 19 আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতার এক প্রবীণ চিকিৎসকের। মৃত এই চিকিৎসক নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় মুকুন্দপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে এই চিকিৎসকের মৃত্যু হয়েছে।

কলকাতায় নাম করা বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন এই প্রবীণ চিকিৎসক। 65 বছর বয়সি গাইনোকলজিস্টকে গত 14 অগাস্ট মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছিল। সেখানে তাঁকে ক্রিটিক্যাল কেয়ারের সাপোর্টেও রাখা হয়েছিল। COVID19-এ আক্রান্ত প্রবীণ এই চিকিৎসকের ফুসফুস এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে তার জেরে তাঁকে ECMO (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন)-এর সাপোর্টে রাখতে হয়। যদিও শেষ পর্যন্ত চিকিৎসককে বাঁচানো সম্ভব হয়নি।

মঙ্গলবার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, COVID 19-এ আক্রান্ত হয়েছিলেন প্রবীণ চিকিৎসক। নাম করা এই গাইনোকলজিস্টকে বাঁচানোর জন্য চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব‍্যর্থ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6 টা 25 মিনিট নাগাদ প্রবীণ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মুকুন্দপুরের এই বেসরকারি হাসপাতালের তরফে চিকিৎসকের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফেও প্রবীণ চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রকাশের করা হয়েছে৷

Last Updated : Sep 2, 2020, 1:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details