কলকাতা, 2 সেপ্টেম্বর: COVID 19 আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতার এক প্রবীণ চিকিৎসকের। মৃত এই চিকিৎসক নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় মুকুন্দপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে এই চিকিৎসকের মৃত্যু হয়েছে।
কলকাতায় নাম করা বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন এই প্রবীণ চিকিৎসক। 65 বছর বয়সি গাইনোকলজিস্টকে গত 14 অগাস্ট মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছিল। সেখানে তাঁকে ক্রিটিক্যাল কেয়ারের সাপোর্টেও রাখা হয়েছিল। COVID19-এ আক্রান্ত প্রবীণ এই চিকিৎসকের ফুসফুস এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে তার জেরে তাঁকে ECMO (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন)-এর সাপোর্টে রাখতে হয়। যদিও শেষ পর্যন্ত চিকিৎসককে বাঁচানো সম্ভব হয়নি।