কলকাতা, 14 মার্চ:দিনে দিনে সেজে উঠছে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro is getting ready)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন মেট্রোয়। তাই চলার পথে যাত্রীদের হাতের কাছেই প্রয়োজনীয় পরিষেবা পাইয়ে দিতে যোগ করা হচ্ছে একের পর এক পরিষেবা।
শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতা মেট্রো (Diagnostic Centers At Kolkata Metro)। ওই সংস্থার উদ্যোগেই বসানো হবে ডায়াগনস্টিক কিয়স্ক। বয়স্ক ও ছোটদের জন্য চটজলদি পরীক্ষা করিয়ে নিতে এই সেন্টারগুলি দারুণ কাজে দেবে। প্রাথমিকভাবে এই সেন্টারগুলি বসানো হবে কয়েকটি স্টেশনে ৷ সেই স্টেশনগুলি হল মহানায়ক উত্তম কুমার ও সেন্ট্রাল মেট্রো স্টেশন। ধাপে ধাপে এই পরিষেবা পাওয়া যাবে বাকি স্টেশনগুলিতেও। এখান থেকে সমস্ত প্যাথলজিক্যাল পরীক্ষা-সহ রক্ত পরীক্ষা ও ইসিজি করানো যাবে। পরীক্ষাগুলি তুলনামূলক কম খরচে করাতে পারবেন যাত্রীরা। পরীক্ষার রিপোর্টগুলি মিলবে অনলাইনে। বয়স্করা এই পরীক্ষা করালে তাঁদের জন্য 10 শতাংশ ছাড়ও দেওয়া হবে।