পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dhankhar Letter to WBLA Speaker : বিধানসভায় গোলমাল নিয়ে অধ্যক্ষকে দেখা করতে বললেন রাজ্যপাল - Bengal CM Mamata Banerjee

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয় (Budget Session in WB Assembly) ৷ সেখানে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Jagdeep Dhankhar) ভাষণের সময় গোলমাল হয় ৷ সেই নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WB Speaker Biman Banerjee) দেখা করার অনুরোধ করেছেন ৷

dhankhar urges wbla speaker biman banerjee for a meeting
Dhankhar Letter to WBLA Speaker : বিধানসভায় গোলমাল নিয়ে অধ্যক্ষকে দেখা করতে বললেন রাজ্যপাল

By

Published : Mar 8, 2022, 8:01 PM IST

Updated : Mar 8, 2022, 8:34 PM IST

কলকাতা, 7 মার্চ : বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Jagdeep Dhankhar) ৷ আগামী তিনদিনের মধ্যে বিমান বন্দ্যোপাধ্যায়কে (WB Speaker Biman Banerjee) দেখা করার জন্য অনুরোধ করেছেন তিনি ৷ গতকাল, সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই নিয়ে কথা বলতেই তিনি অধ্যক্ষকে দেখা করার অনুরোধ করেছেন (Dhankhar urges WBLA Speaker Biman Banerjee for a Meeting) ৷ মঙ্গলবার সন্ধ্যায় এক টুইটে এই কথা জানিয়েছেন রাজ্যপাল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয় (Budget Session in WB Assembly) ৷ প্রথামাফিক রাজ্যপাল জগদীপ ধনকড় গিয়েছিলেন ভাষণ দিতে ৷ কিন্তু তিনি ভাষণ শুরু করার আগেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে বিক্ষোভ ৷ পৌর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি ৷

সেই সময় রাজ্যপাল চলে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু তৃণমূলের মহিলা বিধায়করা তাঁকে আটকান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Bengal CM Mamata Banerjee) রাজ্যপালকে অনুরোধ করেন অন্তত বাজেট ভাষণ পেশ করে দিতে ৷ পরে রাজ্যপাল বাজেট ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে, তা পেশ করেন ৷

কিন্তু সেদিন কেন এত গোলমাল হল, তা জানতে চান রাজ্যপাল ৷ সেই কারণেই তিনি অধ্যক্ষকে দেখার করার অনুরোধ করেছেন ৷

আরও পড়ুন :Mamata-Dhankhar Meeting : রাজ্যপালকে ধন্যবাদ জানাতে রাজভবনে মমতা, অধিবেশনের উত্তাপ নিয়ে জারি চাপানউতোর

Last Updated : Mar 8, 2022, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details