কলকাতা, 14 এপ্রিল :আরও একবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) । বললেন, রাজ্য গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে । বৃহস্পতিবার ছিল আম্বেদকর জয়ন্তী । বিধানসভায় সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে এসে রাজ্যকে একহাত নিয়েছেন রাজ্যপাল ৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আদালতের অন্দরে বিচারব্যবস্থায় হস্তক্ষেপ-সহ একগুচ্ছ বিষয় নিয়ে সরব হয়েছেন তিনি (Dhankhar Slams Mamata Government over Bengal Law and Order Situation) । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড় করিয়ে আরও একবার সরকারের সমালোচনায় সরব হলেন ধনকড় ।
আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে 11টা নাগাদ বিধানসভায় বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী (BR Ambedkar Birth Anniversary) উপলক্ষ্যে রাজ্যপাল শ্রদ্ধা জানাতে যান । সেখানে দেখা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (WBLA Speaker Biman Banerjee) সঙ্গে । সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার তোপ দাগলেন তিনি ।
রাজ্যপাল বলেন, ‘‘বি আর আম্বেদকরের নীতি মেনে আমাদের চলা উচিত । আজ আম্বেদকরের জন্মদিন । গণতন্ত্র বজায় রাখুন । আমরা সংবিধানের প্রতি দায়বদ্ধ । কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের অবাক করেছে । তদন্ত সঠিক পথে হওয়া উচিত । আমার সঙ্গে গতকাল মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির বৈঠক হয়েছে । রাজ্যের শাসনব্যবস্থা যেন সংবিধানের মধ্যে থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে ।’’
রাজ্যপাল যখন এই ধরনের কথা বলছেন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । তাঁকে পাশে নিয়েই রাজ্যের নারী নির্যাতন প্রসঙ্গে অভিযোগ তোলেন রাজ্যপাল । ধনকড় বলেন, ‘‘রাজ্যের মানুষ ভয় নিয়ে বেঁচে রয়েছেন । বাংলা এখন গণতন্ত্রের জন্য গ্যাস চেম্বারে পরিণত হয়েছে । রাজ্যটা দুর্নীতির আখড়া হয়ে গিয়েছে ।’’