পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga puja 2022: স্বাধীনতার 75 বছরে বাবুবাগানের চমক 'মা তুঝে সালাম' - ঢাকুরিয়া বাবু বাগান

শুরু হয়ে গিয়েছে শারদোৎসব (Durga puja 2022) ৷ কাশের ফুলের দোলায় মর্ত্যে এসেছে ঘরের মেয়ে ৷ শহরে মণ্ডপগুলিতে চুতুর্থী থেকে মণ্ডপে মানুষের ঢল নেমেছে ৷ পিছিয়ে নেই ঢাকুরিয়া বাবু বাগান ক্লাবের পুজোও ৷

Durga puja 2022
‘মা তুঝে সালাম’ থিমের চমক বাবুবাগানে

By

Published : Sep 29, 2022, 1:14 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর:কলকাতার নামী পুজোর মধ্যে ঢাকুরিয়া বাবুবাগান ক্লাবের দুর্গাপুজো অন্যতম (Durga puja 2022) । প্রতিবছর বাবুবাগানের পুজোয় থাকে নতুনত্বের ছোঁয়া। এবছরও তার ব্যতিক্রম নেই। এবছর পুরনো-নতুন পয়সা বা কয়েন দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ মণ্ডপ। এমনকী কয়েনের মধ্যে বিরাজমান দেবী দুর্গা ও তাঁর চার সন্তান। এবছর বাবু বাগানের ভাবনা ' মা তুঝে সালাম '।
61 তম বর্ষে পদার্পণ করলো বাবু বাগানের পুজোও। তাই এই বিশেষ ভাবনা। মণ্ডপে ঢুকলে বলাইবাহুল্য দর্শনার্থীদের তাক লেগে যাবে। কারণ পুরো মণ্ডপ চত্বরের বিশালাকার কয়েনের ইনস্টলেশন করা হয়েছে । মা তাঁর সন্তানদের নিয়ে দাড়িয়ে রয়েছেন একটি কয়েনের মধ্যেই। নতুন পুরনো কয়েন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপ চত্বর।
পাশাপশি স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের নামে যেসকল কয়েন প্রকাশিত হয়েছিল সেগুলির রেপ্লিকা করা হয়েছে এখানে। এছড়াও মূল মণ্ডপের বাঁ দিকে একটি ছোট্ট কাচের শোকেসে শোভা পাচ্ছে পুরনো সব কয়েন ৷ যা বর্তমানে ব্যবহার করা যায় না। প্রতিমার ঠিক মাথার উপরেই ঝাড়বাতির মত একটি গোলাকার চক্রের মধ্যেও রয়েছে অসংখ্য তামারপয়সা। স্বাভাবিকভাবেই বিভিন্ন কয়েনের রেপ্লিকা তৈরি করতে বেশিরভাগ মেটালের ব্যাবহার করা হয়েছে।

‘মা তুঝে সালাম’ থিমের চমক বাবুবাগানে

আরও পড়ুন: দেবী কুষ্মাণ্ডাকে নিবেদনের জন্য পুজোর বিধি

থিম পরিকল্পনায় রয়েছেন ক্লাবের সদস্য অধ্যাপিকা সুজাতা গুপ্ত। তিনি বলেন, "মা তুঝে সালাম এই বারের আমাদের ভাবনা । এখানে মা দু’টি অর্থে ব্যবহার করা হয়েছে একটি মা দুর্গা এবং দেশমাতৃকার। এখানে একটা ইন্ডিয়ান কয়েন পার্ক করা হয়েছে। এখানে 1947 থেকে 2022 পর্যন্ত কমেমোরটিভ কয়েনগুলির রেপ্লিকা রাখা রয়েছে। এছাড়াও আগে যে এক পয়সা দু‘পয়সার প্রচলন ছিল সেগুলির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করে দেওয়ারও একটা উদেশ্য। আমি কয়েক সংগ্রহ করি। তাই সেখান থেকেই এই ভাবনা আমার মাথায় আসে।"

ABOUT THE AUTHOR

...view details