কলকাতা, 5 অগস্ট :ভ্যাকসিন (Covid Vaccine) সমস্যায় জর্জরিত ঢাকিরা । শারদ উৎসব (Durga Puja) দোরগোড়ায় এসে গিয়েছে । এখনও অধিকাংশ ঢাকির ভ্যাকসিন নেওয়া হয়নি । তাই তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে । যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের ব্যবস্থা করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আবেদন বাংলার ঢাকিদের ।
বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে । আর মাঝে মাত্র কয়েকটি মাস । কিন্তু এর মধ্যেই চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঢাকিরা । এবারের পুজোয় ভ্যাকসিনেশন (Covid Vaccination) না হলে মিলবে না ঢাক বাজানোর সুযোগ ৷ তাই তাঁদের কপালে চিন্তার ভাঁজ । দুর্গাপুজোয় যাঁদের ঢাকের তালে মুখরিত হয় গোটা মণ্ডপ, এখন তাঁরাই দুশ্চিন্তায় ।
আরও পড়ুন :Kumartuli problem : টানা বৃষ্টিতে দুর্ভোগে কুমোরটুলি, তবু ঐতিহ্য আঁকড়ে মৃৎশিল্পীরা
আসলে বছরের এই ক’টা দিন ঢাকিদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ । কারণ, এই কয়েকদিনের আয় তাঁদের সারা বছরের উপার্জন । আর সেকারণেই তাঁরা সারা বছর ধরে দুর্গাপুজোর এই ক'টি দিনের দিকে তাকিয়ে থাকেন । কিন্তু গতবছর করোনা আবহে এমনিতেই দুর্গাপুজোয় তেমন ডাক পাননি তাঁরা । এ বছর আবার পুজো মণ্ডপে ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে । কিন্তু এখনও বহু সংখ্যক পরিবার এমন রয়েছে, যাদের ভ্যাকসিনের একটিমাত্র ডোজও দেওয়া হয়নি ।