কলকাতা, 16 সেপ্টেম্বর : 9 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন রাজীব কুমার । নবান্নে দেওয়া CBI-এর চিঠির জবাবে রাজ্য একথা জানিয়ে দিল । প্রথমে CBI-কে চিঠির জবাব দিয়েছিলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র । এরপর একে একে একে জবাব দিলেন মুখ্যসচিব মলয় দে এবং স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।
আজ দিনভর অপেক্ষার পর বিধাননগর কমিশনারেটের দুই অফিসার CGO কমপ্লেক্সে যান ৷ তাঁদের হাতে ছিল বেশ কয়েকটি ফাইল ৷ সূত্রের খবর, CBI যেভাবে অফিসার পাঠিয়ে নবান্নে চিঠি দিয়ে এসেছে, একই কায়দায় দুই পুলিশ অফিসার পাঠিয়ে প্রশাসনের তরফে DG-র জবাবি চিঠি দিয়ে আসা হয় ৷ তবে এ বিষয়ে কোনও পক্ষই মুখ খোলেনি ৷ গতকাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফের দু'টি চিঠি দেওয়া হয়েছিল ৷ তার একটিতে রাজীব কুমারের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয় ৷ অন্য চিঠিতে রাজীব কুমারকে হাজির করানোর কথা বলা হয় ৷ নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় CBI আধিকারিকদের চিঠি দিয়েছেন ৷ DG-র তরফেও চিঠি দেওয়া হয়েছে । সেখানে জানানো হয়েছে, 9 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত রাজীব কুমার ছুটিতে রয়েছেন ৷ আসলে রাজ্য পুলিশের কোনও আধিকারিক ছুটিতে গেলে, কী কারণে, কোথায় ছুটিতে যাচ্ছেন তা উচ্চতর আধিকারিকদের জানাতে হয় ৷ রাজীব কুমার বর্তমানে CID (ADG)-র দায়িত্বে রয়েছেন ৷ তিনি ছুটিতে আছেন বলে CBI-কে ইমেলে জানিয়েছেন । তাঁর খোঁজ মিলছে না বলেই দাবি CBI-র ৷ তাই রাজীব কুমারের উচ্চতর আধিকারিক DGP, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের শরণাপন্ন হন CBI-র তদন্তকারী আধিকারিকরা ৷