পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

DG Guideline to SP: পুলিশি সমন্বয়ের অভাব কাটাতে জেলা পুলিশ সুপারদের নির্দেশিকা ডিজির

পুলিশি সমন্বয়ের অভাব (Lack of police coordination) কাটাতে জেলা পুলিশ সুপারদের জন্য নয়া নির্দেশিকা দিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য (Manoj Malviya)৷ সমস্ত জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং অন্যান্য কমিশনারেটগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি (DG Guideline to SP)৷

dg-guideline-to-district-sps-to-overcome-lack-of-police-coordination
পুলিশি সমন্বয়ের অভাব কাটাতে জেলা পুলিশ সুপারদের নির্দেশিকা ডিজির

By

Published : Sep 8, 2022, 6:55 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: বাগুইআটি কাণ্ডের পর পুলিশি সমন্বয় (Lack of police coordination) নিয়ে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের (Manoj Malviya) সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসলেন সমস্ত জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং অন্যান্য কমিশনারেটগুলি । ডিজির সঙ্গে এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম । ভবানী ভবন সূত্রের খবর, পুলিশের সমন্বয়ের অভাবের যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য একাধিক গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে ৷ এই গাইডলাইনগুলি মেনে চলতে হবে সমস্ত জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রত্যেকটি কমিশনারেটের নগরপালকে (DG Guideline to SP)।

রাজ্য পুলিশ সূত্রের খবর, ডিজির তরফে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে যে, মাসে 2 থেকে ৩ বার প্রত্যেকটি জেলা পুলিশ সুপার যেন তাঁর অধীনস্ত প্রত্যেক পুলিশকর্মীর সঙ্গে বৈঠক করেন । এছাড়াও প্রত্যেকটি থানার আইসি এবং ওসিদের স্পষ্টভাবে নির্দেশ দিতে হবে যে, থানায় কোনও অভিযোগ এলে তা যেন সমান গুরুত্ব দিয়ে দেখা হয় । আচমকা জেলা পুলিশ সুপারদের বিভিন্ন থানায় গিয়ে সারপ্রাইজ ভিজিট দিতে হবে ।

এ ছাড়াও এই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি সমস্ত জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রত্যেকটি কমিশনারেটের নগরপালকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে, সামনেই দুর্গাপুজো, এই দুর্গাপুজোয় যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷ সে জন্য বিশেষ ভাবে খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এছাড়াও এলাকাভিত্তিক খবরাখবর রাখতে হবে পুলিশ সুপারদের । কোনও সাধারণ মানুষের যাতে কোনও রকমের অসুবিধা না হয়, সেদিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে পুলিশ কর্মীদের । প্রয়োজন হলে প্রত্যেক জেলা পুলিশ সুপার, অন্যান্য জেলা পুলিশ সুপারের সঙ্গে বা ভিন্ন ভিন্ন কমিশনারেটের নগরপাল এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে যাবতীয় সমস্যা মিটিয়ে নেবেন ৷

আরও পড়ুন:সমন্বয়ের অভাবের মাশুল আগেও দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট !

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে, বাগুইআটি জোড়া খুন কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের সমন্বয়ের অভাব স্পষ্ট হয়েছে এবং এই নিয়ে তিনি ক্ষোভপ্রকাশ করেছেন । এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বাগুইআটি থানার প্রাক্তন ইন্সপেক্টর ইনচার্জ কল্লোল ঘোষ এবং সংশ্লিষ্ট জোড়া খুন কাণ্ডের আইও প্রীতম সিংকে সাসপেন্ড করা হয়েছে । এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ডিজিকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে, পুলিশের যে সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে সেই নিয়ে প্রত্যেকটি জেলার উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করতে ৷ মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই আজ এই বৈঠকে জেলার প্রত্যেক পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং বিভিন্ন কমিশনারেটের নগরপালদের এই নির্দেশগুলি দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ।

ABOUT THE AUTHOR

...view details