কলকাতা, 12 জানুয়ারি: রাজ্যে আর কয়েকদিন পরেই গঙ্গাসাগর মেলা শুরু হবে ৷ আদালতের নির্দেশ মেনে কোভিডবিধি মেনে মেলার আয়োজন করেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ৷ এবার গঙ্গাসাগর মেলা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee On Gangasagar Mela) ৷ আরটি-পিসিআর টেস্ট ছাড়া কোনওমতেই গঙ্গাসাগরে প্রবেশ নয় এই মর্মে গঙ্গাসাগর মেলাতে আগত তীর্থযাত্রীদের প্রতি বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ দুপুরে বাবুঘাটে আসেন মুখ্যমন্ত্রী ৷ তীর্থযাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই মেলা হচ্ছে তাই মেলাতে সমাগম নিয়ে কড়াকড়ি করতেই হবে। আরটি -পিসিআর টেস্ট ছাড়া কোনওমতেই গঙ্গাসাগর মেলাতে প্রবেশ করা যাবে না। এছাড়াও মেলা প্রাঙ্গণে সবার ডবল মাস্ক পরে থাকা একান্তই জরুরি। সবাইকে বলছি কোর্টের নির্দেশ মেনে চলুন ৷ "