কলকাতা, 5 জুন: এ বার সঙ্গীতশিল্পী কেকের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী (Dev on KK death)। তাঁর দাবি, কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে ৷ এ জন্য প্রশাসন বা পুলিশকে দোষ দেওয়া উচিত নয় ।
এ দিন কলকাতার একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দেব ৷ সেখানেই তিনি বলেন, "গ্রামেগঞ্জে বা কোনও শপিং মলে যখন কোনও মিউজিক লঞ্চ হয়, যেমন আমার ক্ষেত্রেও, যে ভাবে লোকে আসে আমারই ভয় লাগে । কিন্তু এটা একজন শিল্পীর প্রতি তাঁদের ভালবাসা । তাঁকে দেখার তাগিদ, চাহিদা । এটা সরকারের দোষ, পুলিশের দোষ নাকি আয়োজকদের দোষ জানি না । আমরা সবসময়েই বলি যে সরকারের দোষ । কিন্তু তা তো আসলে নয় । পুলিশ তো সারাক্ষণ গিয়ে দেখবে না যে কোথায় কত লোক এসেছে । তাহলে তো সব শো বন্ধ করে দিতে হয় । সব রাজনৈতিক সভা বা মিছিল বন্ধ করে দিতে হয় । করোনার সময়ে তো বিধিনিষেধ সত্ত্বেও প্রচুর লোক নিয়ে মিছিল হয়েছে । তাই আমার মনে হয় আওয়াজ তুললে একটা মাত্র ঘটনা নিয়ে আওয়াজ তোলা উচিত না ।"