কলকাতা, 18 জুন: এসএসসি-র চাকরিপ্রার্থীদের কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের সেন্ট্রাল লকআপে অসুস্থতার খবর ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল (job seekers tear blankets in lockup)। তবে এই কথা স্বীকার করতে চায়নি লালবাজার । এ বার এর মধ্যেই নয়া বিতর্ক । পুলিশের পাল্টা অভিযোগ, সেন্ট্রাল লকআপে থাকা 67 জন চাকরিপ্রার্থী বন্দিদের কম্বল, লেপ, তোষক ছিঁড়ে ফেলেছেন । আরও অভিযোগ, সেন্ট্রাল লকআপের বাইরে কর্তব্যরত 3 কনস্টেবলকে ধাক্কা মেরে তাঁদের লকআপের ভিতরে ঢুকিয়ে দেন বন্দি চাকরিপ্রার্থীরা (job seekers protest)।
গত বৃহস্পতিবার ধর্না মঞ্চ থেকে প্রায় চ্যাংদোলা করে বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের সরিয়ে দেয় পুলিশ । পুলিশের সঙ্গে হালকা ধস্তাধস্তিও বেঁধে যায় চাকরিপ্রার্থীদের । এর পরেই সেখান থেকে 67 জন চাকরিপ্রার্থীকে আটক করে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয় । কিন্তু তাঁদের মধ্যে চারজন ছাত্র অসুস্থ বোধ করায় তাঁদেরকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যায় পুলিশ । অভিযোগ ওঠে, লালবাজারে সেন্ট্রাল লকআপে থাকাকালীন তাঁরা অসুস্থ হয়েছেন । ফলে পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে । ঠিক সেই সময়ে লালবাজারের তরফে দাবি করা হয়, সেন্ট্রাল লকআপে কোনও চাকরিপ্রার্থী অসুস্থ হননি ।