পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Job seekers tear blankets in lockup: লালবাজারে সেন্ট্রাল লকআপে বন্দিদের লেপ-তোষক ছিঁড়েছেন আটক চাকরিপ্রার্থীরা ! - Detained job seekers tear pillow blankets in Lal bazar central lockup

লালবাজারে সেন্ট্রাল লকআপে বন্দিদের লেপ-তোষক-কম্বল ছিঁড়েছেন আটক চাকরিপ্রার্থীরা (job seekers tear blankets in lockup)! এমনই অভিযোগ করা হল কলকাতা পুলিশের তরফে (job seekers protest)৷

Detained job seekers tear pillow blankets in Lal bazar central lockup
লালবাজারে সেন্ট্রাল লকআপে বন্দিদের লেপ-তোষক ছিঁড়েছেন আটক চাকরিপ্রার্থীরা !

By

Published : Jun 18, 2022, 10:44 AM IST

কলকাতা, 18 জুন: এসএসসি-র চাকরিপ্রার্থীদের কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের সেন্ট্রাল লকআপে অসুস্থতার খবর ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল (job seekers tear blankets in lockup)। তবে এই কথা স্বীকার করতে চায়নি লালবাজার । এ বার এর মধ্যেই নয়া বিতর্ক । পুলিশের পাল্টা অভিযোগ, সেন্ট্রাল লকআপে থাকা 67 জন চাকরিপ্রার্থী বন্দিদের কম্বল, লেপ, তোষক ছিঁড়ে ফেলেছেন । আরও অভিযোগ, সেন্ট্রাল লকআপের বাইরে কর্তব্যরত 3 কনস্টেবলকে ধাক্কা মেরে তাঁদের লকআপের ভিতরে ঢুকিয়ে দেন বন্দি চাকরিপ্রার্থীরা (job seekers protest)।

গত বৃহস্পতিবার ধর্না মঞ্চ থেকে প্রায় চ্যাংদোলা করে বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের সরিয়ে দেয় পুলিশ । পুলিশের সঙ্গে হালকা ধস্তাধস্তিও বেঁধে যায় চাকরিপ্রার্থীদের । এর পরেই সেখান থেকে 67 জন চাকরিপ্রার্থীকে আটক করে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয় । কিন্তু তাঁদের মধ্যে চারজন ছাত্র অসুস্থ বোধ করায় তাঁদেরকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যায় পুলিশ । অভিযোগ ওঠে, লালবাজারে সেন্ট্রাল লকআপে থাকাকালীন তাঁরা অসুস্থ হয়েছেন । ফলে পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে । ঠিক সেই সময়ে লালবাজারের তরফে দাবি করা হয়, সেন্ট্রাল লকআপে কোনও চাকরিপ্রার্থী অসুস্থ হননি ।

আরও পড়ুন:SSC Recruitment Scam : লালবাজারে 4 চাকরি প্রার্থীর আত্মহত্যার চেষ্টা

এর পরেই দেখা গেল চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনল কলকাতা পুলিশ । অভিযোগে বলা হয়েছে, লালবাজারে সেন্ট্রাল লকআপে বন্দিদের জন্য যে লেপ, তোষক, বালিশ, কম্বল রাখা থাকে, তা ছিঁড়ে ফেলেছেন বন্দি চাকরিপ্রার্থীরা ৷ যেহেতু এ গুলি সরকারি সম্পত্তি, ফলে তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ এনেছে কলকাতা পুলিশ । পাশাপাশি সেন্ট্রাল লকআপের বাইরে কর্তব্যরত 3 কনস্টেবলকে কার্যত ধাক্কা দিয়ে লকআপের ভিতরে ঢুকিয়ে ভিতর থেকে তালা বন্ধ করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে (Detained job seekers tear pillow blankets in Lal bazar central lockup)।

ABOUT THE AUTHOR

...view details