কলকাতা, 25 জানুয়ারি: এবার নারকেলডাঙা ছাগল পট্টির বস্তিতে বিধ্বংসী আগুন লাগল । দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে গোটা বস্তিতে ।
এলাকার বাসিন্দারা শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । যদিও তা সম্ভব হয়নি ৷ চোখের পলকে আগুন গ্রাস করে বস্তিকে । খবর দেওয়া হয় দমকলে ৷ কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় এবং এলাকাটিও ঘন বসতিপূর্ণ হওয়ায় ঘটনাস্থানে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগে দমকলের ।