পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্বঘোষিত নেতারা কংগ্রেসের সর্বনাশ করছেন, বিবৃতি মান্নানের - স্বঘোষিত নেতারা কংগ্রেসের সর্বনাশ করছে

কংগ্রেস দলের পর্যাপ্ত সম্পদ রয়েছে । সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মনমোহন সিংহ, প্রিয়াঙ্কা গান্ধির মতো জনপ্রিয় নেতৃবৃন্দ থাকলেও ভুঁইফোড় কিছু স্বঘোষিত নেতা কংগ্রেস দলের সর্বনাশ করেছেন বলে এক লিখিত বিবৃতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ।

destroyed congress by some self mentioned leader, statement of Mannan
স্বঘোষিত নেতারা কংগ্রেসের সর্বনাশ করছে, বিবৃতি মান্নানের

By

Published : Feb 17, 2020, 4:10 AM IST

কলকাতা, 17 ফেব্রুযারি: কংগ্রেস দলের পর্যাপ্ত সম্পদ রয়েছে । সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মনমোহন সিংহ, প্রিয়াঙ্কা গান্ধির মতো জনপ্রিয় নেতৃবৃন্দ থাকলেও ভুঁইফোড় কিছু স্বঘোষিত নেতা কংগ্রেস দলের সর্বনাশ করেছেন বলে এক লিখিত বিবৃতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ।

বিধানসভায় চলতি বাজেট অধিবেশনে অধিকাংশ দিন অনুপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । শারীরিক অসুস্থতার কারণে বিধানসভায় আসতে পারেননি তিনি । একটি লিখিত বিবৃতিতে তিনি জানিয়েছেন, লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের এই শোচনীয় ফলাফলের কারণ বিশ্লেষণ করে দেখা প্রয়োজন । দেশের স্বাধীনতার সময় থেকে এখনও পর্যন্ত অসংখ্য কংগ্রেস নেতা এবং কর্মীদের আত্মবলিদানের নজির অন্য কোন রাজনৈতিক দলে নেই । সেই সমস্ত নেতা-কর্মীসহ নেহরু পরিবার জাতীয় কংগ্রেসের সম্পদ বলে মন্তব্য করেন মান্নান ।

একটি লিখিত বিবৃতিতে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছেন, এমন কিছু নেতা কেন্দ্রীয় বা রাজ্য পর্যায়ে কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন, যাঁদের কোন যোগ্যতা নেই । শুধু দিল্লির কোনও নেতাকেই যে কোন প্রকারে সন্তুষ্ট করতে চান সেই নেতারা । মান্নানের দাবি, বিধানসভা, লোকসভা ও রাজ্যসভায় মনোনয়ন পেয়ে কেন্দ্রীয় নেতা হতে চান সেই নেতারা। তিনি উল্লেখ করেছেন, AICC-এর পর্যবেক্ষক নিযুক্ত হয়ে প্রদেশ কংগ্রেসের মাতব্বরি করার সুযোগ পান কেউ কেউ । কিছু না হলেও প্রদেশ কংগ্রেসের নেতা হয়ে যাবেন অযোগ্য লোকগুলি ।

বর্ষীযান কংগ্রেস নেতার কথায়, এলাকায় কংগ্রেসের কেউ না চিনলেও বা এলাকায় দলের কাজ না করলেও তাতে কিছু লোকের নেতা হতে অসুবিধা হয় না । এজন্য তৃণমূলস্তরের প্রকৃত সক্রিয় কংগ্রেস নেতা ও কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে ৷ ফলে কংগ্রেসের এরকম শোচনীয় বিপর্যয় বলে মন্তব্য করেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details