কলকাতা, 5 সেপ্টেম্বর:নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে অনশন করছেন চাকরিপ্রার্থীরা (Mamata on Hunger Strike)। কখনও গান্ধি মূর্তি আবার কখনও অন্যত্র এই অনশন চলছে । তাঁদের একটাই দাবি, দুর্নীতিতে ভুক্তভোগী চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ করতে হবে । সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, রাজ্য সরকার এই ছেলেমেয়েদের চাকরি দিতে চাইলেও নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চাকরি হতে সময় লাগবে (Hunger strike of job seekers)।
এ দিন মমতা বলেন, 89 হাজার শিক্ষক নিয়োগ হবে (Teacher's Day)। সব তৈরি আছে । তবে চাকরি দেব বললেই চাকরি দেওয়া যায় না । প্রসেসে সময় লাগে । সব কিছুতেই পিআইএল (জনস্বার্থ মামলা) হচ্ছে । ফলে প্রসেস করতে গিয়ে চাকরির স্কোপ কমে যাচ্ছে বলে মত মুখ্যমন্ত্রীর । তিনি আরও বলেন, "আমি চাকরি দিতে চাই । কেউ কেউ চাকরি বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে । সব কিছুতেই পিআইএল হচ্ছে । কেউ যদি মনে করেন ন্যায়বিচার পাননি, সেই ন্যায়বিচার আমাদের কাছেই পাবেন ।" মুখ্যমন্ত্রীর কথায়, কোনও কোনও মানুষ সব কিছুতেই পিআইএল করে উন্নয়নের প্রক্রিয়াকে ধীর করে দেয় । এর পিছনে তাঁদের ব্যক্তিস্বার্থ জড়িয়ে থাকে বলেও অভিযোগ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর ।