বিধাননগর, 17 অগাস্ট : বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই রাজ্যজুড়ে শুরু হয় 'দিদিকে বলো' কর্মসূচি । কিন্তু রাজারহাট-নিউটাউন এলাকায় সেই কর্মসূচি শুরু হল গতকাল । অর্থাৎ প্রায় দু'সপ্তাহ পর । কারণ এলাকার তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত সস্ত্রীক বিদেশে ছিলেন । এ বার তাই ওই এলাকায় জনসংযোগের দায়িত্ব দেওয়া হল বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে ।
আরও পড়ুন : "নাথিং সিরিয়াস, চার ঘণ্টা বসেছিলাম"; CBI দপ্তর থেকে বেরিয়ে বললেন পার্থ
রাজারহাটে একটি ক্লাবে সাংবাদিক বৈঠক করে গতকাল দলের সিদ্ধান্তের কথা জানান তাপসবাবু । সেই সঙ্গে সব্যসাচীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । প্রাক্তন মেয়রকে নিশানা করে বলেন, "নিউটাউন বিধানসভা এলাকায় দলের পক্ষ থেকে 'দিদিকে বল' অভিযান পরিচালনা করার কথা আপনার । কিন্তু, দলের পক্ষ থেকে আমাকে বলা হয় । আমি গিয়ে দলের কাছে আবেদন করে চেয়ে নিইনি । " সব্যসাচী প্রসঙ্গে তিনি বলেন, "আমার সঙ্গে উনি যোগাযোগ রাখেন না । পুজো- পয়লা জানুয়ারিতে সৌজন্যতার জন্য ফোন করি ।"