কলকাতা, 22 জুন: বেশ কয়েকদিন আগে আচমকাই রতনবাবু ঘাট সংলগ্ন চন্দ্রকুমার রায় লেনে রাস্তা বসে যায় ধসে । গঙ্গার ধার লাগোয়া বেশ কয়েকটি ঘরে ফাটল ধরে (Road collapsed and house cracked in Cossipore)। এই বিপর্যয়ের কবলে ঘর ছাড়ে প্রায় 10টি পরিবার ।
এদিন ঘটনাস্থল পরিদর্শন করলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ (Deputy Mayor Atin Ghosh)। কথা বললেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে । কীভাবে হল এই বিপর্যয়, প্রাকৃতিক কারণে নাকি সরকারি কোনও কাজে, নির্দিষ্ট কারণ এখনও প্রকাশ্যে আসেনি ।
কাশীপুরের রাস্তায় ধস ও বাড়ি ফাটল পরিদর্শনে ডেপুটি মেয়র অতীন ঘোষ ওই ঘটনাস্থলে নীচে একটি পুরোনো নিকাশি নালা ছিল, যা গঙ্গা অ্যাক্সন প্ল্যান অনুসারে বন্ধ করা হয় । আবার পিছন দিকে জলপথ পরিবহণের নতুন যেটি তৈরির কাজ চলছে । যেখানে লোহার বিম পাইলিং করে বসানো হচ্ছে । সেই কাজ করতে গিয়ে কম্পনের কারণে এই ঘটনা ঘটেছে বলেই স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা ।
আরও পড়ুন :Cossipore: কাশীপুরে রাস্তায় ধস, বাড়িতে ফাটল
রতন বাবুর ঘাটে ধসে বিধ্বস্তদের সঙ্গে কথা বললেন ডেপুটি মেয়র অতীন ঘোষ বিপর্যয়ের কবলে পড়া পরিবারগুলোকে অদূরেই একটি সরকারি স্কুল ভবনে রাখা হয় । সেখানে এদিন যান ডেপুটি মেয়র ও স্থানীয় কাশীপুর কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ (Atin Ghosh inspects Road collapse and house cracks in Cossipore)। তিনি বলেন, "এই ঘটনা কী করে হল, সেটা জানার চেষ্টা হচ্ছে । তবে এর জেরে যাঁরা ক্ষতিগ্রস্ত তাঁদের সমস্ত ধরনের সাহায্য করা হবে । দ্রুত বাড়ি ফেরানোর কাজ করতে হবে । আজ মেয়র পারিষদ বৈঠকে এই বিষয়টি তুলব । মেয়রের দৃষ্টি আকর্ষণ করব । এলাকার কাউন্সিলর প্রতিমহূর্তে খোঁজ রাখছেন ।"