পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্বরাষ্ট্রমন্ত্রকে ডেপুটেশন বামপন্থী ছাত্রছাত্রীদের - CAA

স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানোর জন্য নিজ়াম প্যালেসে কেন্দ্রীয় শ্রম দপ্তরে ডেপুটেশন জমা করেন বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বামপন্থী ছাত্র-ছাত্রীরা ৷

Deputation by left students at Nizam Palace
নিজ়াম প্যালেসে ডেপুটেশন বামপন্থী ছাত্রছাত্রীদের

By

Published : Jan 7, 2020, 11:43 PM IST

কলকাতা, 7 জানুয়ারি : JNU, জামিয়া মিলিয়া, আলিগড়সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর আক্রমণের প্রতিবাদে আজ পথে নামেন বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বামপন্থী ছাত্র-ছাত্রীরা ৷ হাজরা থেকে নিজ়াম প্যালেস পর্যন্ত মিছিল করেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানোর জন্য নিজ়াম প্যালেসে শ্রম দপ্তরে ডেপুটেশন জমা করেন তাঁরা ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের AFSU-র সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, " গত প্রায় এক মাস ধরে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে কখনও ABVP-র গুন্ডারা, কখনও পুলিশ আক্রমণ করছে । এই আক্রমণের উদ্দেশ্য কী তা খুব স্পষ্ট ৷ পুলিশ দিয়ে, ABVP-র গুন্ডা দিয়ে NRC, CAA বিরোধী আন্দোলনকে দমানো যায়নি ৷ যাবেও না । রাস্তা থেকে আমরা নড়ছি না যতক্ষণ না পর্যন্ত এই কালা কানুনকে আমরা সরাতে পারছি । এটা নরেন্দ্র মোদি জেনে রাখুন, যতও রকমের প্ররোচনা, চাপ বা ভয় দেখানোর চেষ্টা করুক ওঁদের গদি থেকে সরিয়ে, কালা কানুনকে সরিয়ে আমরা রাস্তা থেকে সরবো । "

হাজরা থেকে রবীন্দ্রসদন হয়ে নিজ়াম প্যালেসের থেকে দশ পা দূরে থাকাকালীনই মিছিলটি প্রথমে আটকে দেয় পুলিশ । উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । পূর্বপরিকল্পনা অনুযায়ী, পড়ুয়াদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দল যায় নিজাম প্যালেসে ৷

দেখুন ভিডিয়ো...

নিজ়াম প্যালেসে শ্রম দপ্তরে ডেপুটেশন দিয়ে ফিরে আসার পর জেনেরাল বডির বৈঠক করেন পড়ুয়ারা । তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্ট ইউনিয়নের (FETSU) সাধারণ সম্পাদক অভীক দাস বলেন, "জেনেরাল বডির বৈঠকে তিনটে সিদ্ধান্ত নেওয়া হয়‌ । প্রথমত, আগামী 8 তারিখে ছাত্র-ছাত্রীরা, সাধারণ মানুষ নিজেদের মত করে রাস্তায় নামুন । আপনার দাবি নিয়ে আপনি রাস্তায় নেমে প্রতিবাদ করুন । দ্বিতীয়ত, গোটা দেশজুড়ে যে অবস্থা হয়ে রয়েছে, পড়ুয়াদের উপর যে অত্যাচার চলছে এবং উত্তরপ্রদেশকে যে দ্বিতীয় গুজরাত মডেল বানানোর চেষ্টা চলছে সেটা আমরা মানব না । আমরা এই দাবি রেখেছি যে, অবিলম্বে যদি অমিত শাহ কোনও উত্তর দেন তো ভালো । আর যদি না উত্তর দেন তাহলে গোটা দেশজুড়ে, গোটা বাংলাজুড়ে পড়ুয়াদের আন্দোলন আরও তীব্রতর হবে ।"

এ ছাড়া, আজ জেনেরাল বডির বৈঠকে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় এলে তাঁকে আটকানোর সিদ্ধান্তও নিয়েছেন পড়ুয়ারা । অভীক দাস বলেন, " মোদি বলেছিলেন উনি 10 বা 11 তারিখে এখানে আসতে পারেন । কিন্তু, ওঁর যা চরিত্র তাতে মনে হচ্ছে না এত সাহস আছে বলার যে উনি ঠিক কবে এখানে আসতে চলেছেন । কিন্তু, যবেই আসুন এটা আমরা বলতে চাই যে, আমরা সাধারণ ছাত্র-ছাত্রীরা সেদিন গোটা কলকাতা স্তব্ধ করে দেব ৷ সাধারণ মানুষের কোনও অসুবিধা করার ইচ্ছা আমাদের নেই । সাধারণ মানুষও আমাদের সঙ্গেই থাকবেন । মোদি যেখান দিয়ে পেরোবেন সেখানে বাংলার ছাত্র-ছাত্রীদের বুকের উপর দিয়ে তাঁকে পেরোতে হবে । আর যদি না যায় তাহলে এখান থেকেই ওঁকে ফিরে যেতে হবে ।" নিজেদের সিদ্ধান্ত ও কর্মসূচির ঘোষণা করার পর আজকের মত কর্মসূচি শেষ করে ফিরে যান পড়ুয়ারা ।

ABOUT THE AUTHOR

...view details