কলকাতা, 5 জুন : আমফানের ঘা মিটতে না মিটতেই বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নতুন একটি নিম্নচাপ । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি আগামী সপ্তাহে তৈরি হবে বলে জানাগিয়েছে। ফলে এর জেরে আগামী সপ্তাহে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বভাস রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে উড়িষাতেও বৃষ্টি হতে পারে। এরাজ্যে উপকূলের জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ - আলিপুর আবহাওয়া দপ্তর
বঙ্গোপাসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ । যার জেরে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কদিন বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুল আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী 48 ঘণ্টা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 48 ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ বীরভূম, বর্ধমান, মালদা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই 24 পরগনা সহ কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
কলকাতার আকাশ আজ সকাল থেকেই আংশিক মেঘলা। আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 24 ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা হল 26 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ 89 ও সর্বনিম্ন 54 শতাংশ। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।