পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পড়ুয়াদের শরীর ও মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতার বিষয়ে শিক্ষা দিতে উদ্যোগী স্বাস্থ্য দফতর - স্বাস্থ্য দফতর

16 মার্চ রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে তিন জেলার পরিদর্শকদের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা । এই তিনটি জেলা হল দক্ষিণ 24 পরগণা, মালদা ও মুর্শিদাবাদ ।

Department of Health is keen to educate school children on issues like physical and mental health, gender equality
Department of Health is keen to educate school children on issues like physical and mental health, gender equality

By

Published : Mar 18, 2021, 8:43 AM IST

কলকাতা, 18 মার্চ: রাজ্যের স্কুল পড়ুয়াদের শরীর ও মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা, মাদক ব্যবহারে প্রতিরোধ ইত্যাদি বিষয়ে শিক্ষা দিতে উদ্যোগী হল রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর । এই লক্ষ্যে প্রাথমিকভাবে রাজ্যের তিনটি জেলার প্রতিটি উচ্চপ্রাথমিক ও মাধ্যমিক স্কুল থেকে দু-জনকে নোডাল অফিসার হিসেবে নির্বাচন করতে নির্দেশ দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর । এই তিনটি জেলা হল দক্ষিণ 24 পরগণা, মালদা ও মুর্শিদাবাদ ।

আরও পড়ুন :নতুন সচিব পেল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন

16 মার্চ রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে ওই তিন জেলার জেলা পরিদর্শকদের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা । সেখানে 28 জানুয়ারির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিবের পাঠানো চিঠির উল্লেখ করে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে আপনাদের জেলায় উচ্চপ্রাথমিক এবং মাধ্যমিক স্তরের প্রতিটি স্কুল থেকে দু-জন করে নোডাল শিক্ষক নির্বাচন করতে বলা হয়েছে । তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে । যাতে তাঁরা ক্লাসরুম সেশনের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে শরীর ও মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা, লাইফ স্কিল, মাদকের ব্যবহার প্রতিরোধ ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় বার্তা দিতে পারেন ।

স্বাস্থ্য দফতরের চিঠি

এই উদ্দেশে গুগলশিটের মাধ্যমে উচ্চপ্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলি থেকে দু-জন করে শিক্ষক-শিক্ষিকার নাম পাঠাতে বলা হয়েছে । 31 মার্চের মধ্যে ই-মেল করে তা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি দফতরের তরফে ।

ABOUT THE AUTHOR

...view details