কলকাতা, 18 মার্চ: রাজ্যের স্কুল পড়ুয়াদের শরীর ও মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা, মাদক ব্যবহারে প্রতিরোধ ইত্যাদি বিষয়ে শিক্ষা দিতে উদ্যোগী হল রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর । এই লক্ষ্যে প্রাথমিকভাবে রাজ্যের তিনটি জেলার প্রতিটি উচ্চপ্রাথমিক ও মাধ্যমিক স্কুল থেকে দু-জনকে নোডাল অফিসার হিসেবে নির্বাচন করতে নির্দেশ দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর । এই তিনটি জেলা হল দক্ষিণ 24 পরগণা, মালদা ও মুর্শিদাবাদ ।
আরও পড়ুন :নতুন সচিব পেল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন
16 মার্চ রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে ওই তিন জেলার জেলা পরিদর্শকদের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা । সেখানে 28 জানুয়ারির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিবের পাঠানো চিঠির উল্লেখ করে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে আপনাদের জেলায় উচ্চপ্রাথমিক এবং মাধ্যমিক স্তরের প্রতিটি স্কুল থেকে দু-জন করে নোডাল শিক্ষক নির্বাচন করতে বলা হয়েছে । তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে । যাতে তাঁরা ক্লাসরুম সেশনের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে শরীর ও মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা, লাইফ স্কিল, মাদকের ব্যবহার প্রতিরোধ ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় বার্তা দিতে পারেন ।
এই উদ্দেশে গুগলশিটের মাধ্যমে উচ্চপ্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলি থেকে দু-জন করে শিক্ষক-শিক্ষিকার নাম পাঠাতে বলা হয়েছে । 31 মার্চের মধ্যে ই-মেল করে তা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি দফতরের তরফে ।