কলকাতা, 25 নভেম্বর : সরকারি নথিভুক্ত বাজারগুলিতে 25 টাকা দরে জ্যোতি আলু বিক্রি করার জন্য দাম বেধে দিল রাজ্য সরকার । আলুর দাম নিয়ন্ত্রণে কৃষি বিপণন দপ্তর টাস্কফোর্সের সঙ্গে বৈঠক করে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল। একই বাজারে আলু বিক্রি করার নিয়মে ভিন্নতা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়ে দিয়েছেন কৃষি বিপণন দপ্তরের সচিব রাজেশ সিনহা।
সরকারি নথিভুক্ত বাজারে বৃস্পতিবার থেকে 25 টাকায় আলু - কৃষি বিপণন দপ্তর
আলুর লাগামহীন মূল্যবৃদ্ধিতে বাজারে বেরিয়ে রীতিমতো পকেট টান পড়ছে মধ্যবিত্তের । ফলে আলুকে বাদ রেখে অন্য আনুষঙ্গিক সবজি দিয়ে তাঁদের ভরতে হচ্ছে বাজারের থলি । মূল্যবৃদ্ধির কারণে বেশ কয়েকটা দিন যাবৎ ব্যাপক হারে কমেছে আলুর বিক্রি ।
আলুর লাগামহীন মূল্যবৃদ্ধিতে বাজারে বেরিয়ে রীতিমতো পকেট টান পড়ছে মধ্যবিত্তের । ফলে আলুকে বাদ রেখে অন্য আনুষঙ্গিক সবজি দিয়ে তাঁদের ভরতে হচ্ছে বাজারের থলি । মূল্যবৃদ্ধির কারণে বেশ কয়েকটা দিন যাবত ব্যাপক হারে কমেছে আলুর বিক্রি । তবুও দাম কমার কোনও লক্ষণ নেই। যার ফলে রীতিমতো বিপাকে পড়েছেন বিক্রেতারাও । বর্তমান আনলক পর্বে নিত্যপ্রয়োজনীয় এই সবজির চরম মূল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের । এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বাজারে হানা দেওয়ার পরেও কোনও প্রকার কাজ হয়নি। উর্ধ্ব মূল্যে বিক্রি হচ্ছে আলু। বরং দিনের পর দিন যেভাবে দাম বেড়ে চলেছে তা যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। এই অবস্থায় দাম নিয়ন্ত্রণ করতে মাঠে নামল রাজ্যের কৃষি বিপনন দপ্তর।
রাজ্য সরকার নিযুক্ত টাস্কফোর্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কৃষি বিপণন দপ্তরের সচিব জানিয়ে দিলেন, রাজ্য সরকারের নথিভুক্ত বাজারগুলির খুচরো বিক্রেতাদের 22 টাকা কেজি দরে জ্য়োতি আলু দেবে কৃষি বিপণন দপ্তর। 25 টাকা কেজি দরে সর্বসাধারণের মধ্যে বিক্রি করতে হবে সেই আলু । একই বাজারে দু’রকম দামে আলু বিক্রি করা যাবে না । জানতে পারলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।