পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dengue Death in Kolkata: আজ আরও এক, একই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত 2 - ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত

গতকালের পর আজ শহরে ডেঙ্গিতে (Dengue in Kolkata) আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও একজনের (Dengue Death in Kolkata)৷ একই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হয়ে পরপর দুদিনে দুজনের মৃত্যু হল (Dengue claims another life)৷

Dengue claims another life in Kolkata
আজ আরও এক, একই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত 2

By

Published : Sep 9, 2022, 8:12 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: ফের শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল ৷ এ বার ডেঙ্গিতে (Dengue in Kolkata) মৃত্যু হল 37 বছরের এক যুবকের ।

কসবা এলাকার 106 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুরাগ মালাকার । ডেঙ্গি আক্রান্ত হয়ে মঙ্গলবার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন তিনি (Dengue claims another life)। সেখানেই বৃহস্পতিবার দুপুর 2.25-এ মৃত্যু হয় তাঁর ।

106 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলছে একের পর এক । বৃহস্পতিবার সকালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর । হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর পরিবারের আরও একজন । অন্যদিকে, ওই ওয়ার্ডেই আরেক যুবক ডেঙ্গি আক্রান্ত হয়ে মঙ্গলবার ভর্তি হয়েছিলেন এক বেসরকারি হাসপাতালে । ডেঙ্গি ছাড়াও তাঁর সুগার ও কিডনির সমস্যা ছিল । বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর । সার্টিফিকেটে ডেঙ্গির পাশাপাশি মাল্টি অর্গান ফেইলিওরের কথা উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত আরও এক

প্রসঙ্গত, এই নিয়ে 106 নম্বর ওয়ার্ডে পরপর দুদিনে দুজন ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেলেন । পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে ডেঙ্গিতে মৃত্যুর কথা মেনে নেওয়া হয়েছে । অন্যদিকে, বারবার বলা হচ্ছে কোথাও জল যাতে জমে না থাকে । সে জন্য সতর্ক করা হচ্ছে স্থানীয়দের ৷ কিন্তু তবুও ডেঙ্গি ক্রমে উদ্বেগ বাড়িয়ে তুলছে এই এলাকায় ।

ABOUT THE AUTHOR

...view details