কলকাতা, 10 নভেম্বর : প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলছেন এলাকা ভিত্তিক জোটের পক্ষে তাঁরা সওয়াল করছেন । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) বাম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার কথা বলেছেন । সিপিআইএম পার্টির সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) ভোট শেষ, জোট শেষের কথা বলেছেন । তা সত্ত্বেও রাজ্য নেতৃত্বে জোটের পক্ষে সওয়াল করেছিলেন ।
19 ডিসেম্বর পুরনির্বাচন কলকাতা এবং হাওড়ায় । এই অবস্থায় বিরোধী রাজনীতিতে পিছিয়ে পড়া বাম এবং কংগ্রেসের জোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা রয়েছে । জোট ভবিষ্যৎ নিয়ে আলিমুদ্দিন এবং বিধানভবনে আলোচনা চলছে । সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে ইতিমধ্যে জোট নয়, একলা চলার পক্ষে জোরালো দাবি উঠেছে । জোট বিরোধীদের দাবি, কংগ্রেসের সঙ্গে হাত ধরে লাভ হয়নি । কারণ লাভের গুড় কংগ্রেস খেয়ে চলে যায় । বিরোধী দলের তকমা হারানোর পাশাপাশি পার্টির প্রাপ্তির ভাঁড়ার শূন্য হয় । তাই জোট না করে একলা চলোর পক্ষে জোরালো সওয়াল উঠল সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে । অন্তত জেলা নেতৃত্বের তরফে এই দাবি উঠেছে । পার্টি লাইন এখনই বদল সম্ভব নয় বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra) ।