পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CPIM : একলা চলোর দাবি জোরালো হচ্ছে সিপিআইএমের অন্দরে

মাসখানেকের মধ্যেই কলকাতা-হাওড়ায় পুরভোট ৷ জোট আর নয়, সিপিআইএমের অন্দরে এবার একলা চলোর দাবি উঠতে শুরু করেছে ৷ কারণ জোট করলে তার সুফল বামেদের তেমন একটা মেলে না ৷

একলা চলোর দাবি জোরালো হচ্ছে সিপিএমের অন্দরে
একলা চলোর দাবি জোরালো হচ্ছে সিপিএমের অন্দরে

By

Published : Nov 10, 2021, 1:04 PM IST

কলকাতা, 10 নভেম্বর : প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলছেন এলাকা ভিত্তিক জোটের পক্ষে তাঁরা সওয়াল করছেন । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) বাম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার কথা বলেছেন । সিপিআইএম পার্টির সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) ভোট শেষ, জোট শেষের কথা বলেছেন । তা সত্ত্বেও রাজ্য নেতৃত্বে জোটের পক্ষে সওয়াল করেছিলেন ।

19 ডিসেম্বর পুরনির্বাচন কলকাতা এবং হাওড়ায় । এই অবস্থায় বিরোধী রাজনীতিতে পিছিয়ে পড়া বাম এবং কংগ্রেসের জোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা রয়েছে । জোট ভবিষ্যৎ নিয়ে আলিমুদ্দিন এবং বিধানভবনে আলোচনা চলছে । সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে ইতিমধ্যে জোট নয়, একলা চলার পক্ষে জোরালো দাবি উঠেছে । জোট বিরোধীদের দাবি, কংগ্রেসের সঙ্গে হাত ধরে লাভ হয়নি । কারণ লাভের গুড় কংগ্রেস খেয়ে চলে যায় । বিরোধী দলের তকমা হারানোর পাশাপাশি পার্টির প্রাপ্তির ভাঁড়ার শূন্য হয় । তাই জোট না করে একলা চলোর পক্ষে জোরালো সওয়াল উঠল সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে । অন্তত জেলা নেতৃত্বের তরফে এই দাবি উঠেছে । পার্টি লাইন এখনই বদল সম্ভব নয় বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra) ।

একলা চলোর পক্ষে জেলা নেতৃত্বের জোরালো সওয়ালের সামনে রাশ আলগা হওয়ার সম্ভাবনা দেখা দিতেই কিছুটা হলেও থমকে গিয়েছিলেন সূর্য মিশ্র, বিমান বসুরা । রাজ্য সম্পাদক বলেন, "তৃণমূল এবং বিজেপি বিরোধী সব শক্তিকে একত্রিত করে লড়াইয়ের সিদ্ধান্ত দলে নেওয়া হয়েছে ৷ তাই এখনই অবস্থান বদল সম্ভব নয় । এই পরিস্থিতিতে স্থানীয় স্তরে সিদ্ধান্ত জেলা নেতৃত্বকে নিতে হবে ।"

আবার ডিসেম্বর থেকে পার্টি জেলা সম্মেলন শুরু হচ্ছে । দার্জিলিং জেলা থেকে শুরু হয়ে জেলা সম্মেলন শেষ হবে হাওড়ায় । ডিসেম্বরে শুরু হয়ে তা জানুয়ারিতে গড়াবে । তবে 19 ডিসেম্বর পুরভোটের কারণে যাদবপুর, সন্তোষপুর এলাকার এরিয়া কমিটির সম্মেলনের তারিখ বদল হবে ।

আরও পড়ুন : Sujan Chakraborty : আজকের বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবশিষ্য, আক্রমণ সুজনের

ABOUT THE AUTHOR

...view details