কলকাতা, 9 ডিসেম্বর: ন্যাশনাল হেলথ মিশন (NHM ) এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন (NHUM)-এর যে সব কর্মীর মৃত্যু কোরোনা আক্রান্ত হয়ে বা চাকুরিরত অবস্থায় হয়েছে, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং চাকরির ব্যবস্থা করতে হবে । রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছে পাঠানো চিঠিতে দাবি জানিয়েছে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন (WBNHMJA) । এছাড়াও ন্যাশনাল হেলথ মিশন এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন (NHUM)-এর চুক্তিভিত্তিক এই স্বাস্থ্য কর্মীদের চাকরি এবং বেতন সংক্রান্ত অন্য একাধিক দাবিও রয়েছে । এইসব দাবি পূরণের লক্ষ্যে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে স্মারকলিপি পেশ করেছে এই সংগঠন ।
আরও পড়ুন : হুগলিতে দ্বিতীয়বার কোরোনায় আক্রান্ত চিকিৎসক
ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, মা ও শিশুর ক্ষেত্রে হোক কিংবা কোরোনা রোগীদের ক্ষেত্রে, এই পরিস্থিতির মধ্যে তাঁদের পরিষেবা চালু রাখতে তাঁরা বদ্ধপরিকর । তবে, এ রাজ্যের সব চুক্তিভিত্তিক কর্মীর জন্য চাকরির সুরক্ষার নির্দেশনামা প্রকাশ করা হলেও, চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের জন্য এটা এখনও লাগু করা হয়নি । সব কর্মীর বেতন কাঠামোর পুনর্বিন্যাস করা ফাইল এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি । এই ধরনের পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা । তাঁদের বিভিন্ন দাবি পূরণের লক্ষ্যে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রাজ্যের স্বাস্থ্যসচিবের উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করেছে WBNHMJA।