কলকাতা, 4 সেপ্টেম্বর: সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) অকালপ্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷
সাইরাস মিস্ত্রির প্রয়াণে শোকপ্রকাশ করে আজ টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি টুইটে লেখেন, "মি. সাইরাস মিস্ত্রির অকালপ্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত ৷ তাঁর পরিবারের প্রতি সমবোদনা জানাই ৷ এই বিরাট ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ঈশ্বর তাদের শক্তি দিন এই প্রার্থনাই করি ৷ তিনি (সাইরাস মিস্ত্রি) শান্তিতে বিশ্রাম নিন ৷"
রবি দুপুরে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির গাড়ি ৷ আমেদাবাদ থেকে তিনি যখন মুম্বই যাচ্ছিলেন, সে সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়িটি ৷ সূর্য নদীর সেতুর উপর রাস্তার একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে তাঁর মার্সিডিজ ৷ যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইরাস মিস্ত্রি-সহ 2 জনের (Cyrus Mistry dead) ৷ গুরুতর আহত অবস্থায় গাড়ির চালক-সহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এ দিন দুপুর 3টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷
আরও পড়ুন:রতন টাটার উত্তরসূরির নজরকাড়া উত্থান, সাফল্যের যাত্রাপথ থামল ডিভাইডারে
সাইরাস মিস্ত্রির প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশিষ্ট্য ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেছেন ৷ টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানের অকালপ্রয়াণে রাজনীতি থেকে শিল্পমহলে নেমে এসেছে শোকের ছায়া ৷