পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ঘূর্ণিঝড়ে পরিণত নিম্নচাপ, আগামী 24 ঘণ্টায় অতি শক্তিশালী হবে যশ : মৌসম ভবন - ইয়াস

পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে যশ । দিঘা থেকে 630 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এটি অবস্থান করছে ৷ মৌসম ভবন জানিয়েছে, বর্তমানে ঘূর্ণঝড়টি পোর্টব্লেয়ার থেকে 600 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে ৷

deep-depression-into-a-very-severe-cyclone-within-next-24-hours-imd
deep-depression-into-a-very-severe-cyclone-within-next-24-hours-imd

By

Published : May 24, 2021, 10:18 AM IST

Updated : May 24, 2021, 11:01 AM IST

দিল্লি, 24 মে : নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ৷ আগামী 24 ঘণ্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় পরিণত হবে যশ ৷ জানিয়ে দিল মৌসম ভবন ৷

পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে যশ । দিঘা থেকে 630 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এটি অবস্থান করছে ৷ রবিবার থেকেই ফুঁসছে আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের আশপাশের এলাকা । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সন্ধে নাগাদ পারাদ্বীপ এবং সাগর দ্বীপের মাঝে কোনও এলাকায় আছড়ে পড়বে যশ । মৌসম ভবনের সাম্প্রতিক খবর, ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপটি ৷ আগামী 24 ঘণ্টায় যেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ মৌসম ভবন জানিয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড়টি পোর্টব্লেয়ার থেকে 600 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে ৷

যশের ধাক্কায় মঙ্গলবার 60 থেকে 70 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে । ঝোড়ো হাওয়ার গতি 80 কিলোমিটার হতে পারে ৷ ভারী বৃষ্টি চলবে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা-সহ হাওড়া, হুগলিতে ৷ বুধবার থেকে বৃষ্টি বাড়বে সঙ্গে হাওয়ার গতিবেগও । ওই দিন সর্বোচ্চ 155 থেকে 165 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । এদিকে সোমবারে কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশের মুখ ভার । হালকা হাওয়া বইছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যজুড়ে সোমবার হাল্কা থেকে ভারী বৃষ্টি হবে ৷ সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া ।

ঘূর্ণিঝড়ে পরিণত নিম্নচাপ, মৌসম ভবনের চিত্র ৷

ইতিমধ্যে যশের সতর্কতায় একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ৷ নবান্ন ও উপান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ যেখানে 25 ও 26 মে রাত জাগবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সুন্দরবন সহ রাজ্যের উপকুলবর্তী অঞ্চলগুলি থেকে সরানো হয়েছে স্থানীয়দের, যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করা হচ্ছে বাঁধ ৷ মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল ৷ প্রস্তুত রয়েছে সেনা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন ৷

এদিকে যশের কথা মাথায় রেখে একগুচ্ছ ট্রেন বাতিল করল পূর্ব রেল ৷ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে আগামী 24 মে থেকে 29 মে-র মধ্যে 25টি ট্রেন বাতিল করা হয়েছে ৷

Last Updated : May 24, 2021, 11:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details