কলকাতা, 10 এপ্রিল : সেয়ানে সেয়ানে কোলাকুলি ৷ বিজেপির রুদ্রনীলের পাল্টা তৃণমূলের দেবাংশু ৷ অনুব্রত মণ্ডলের সিবিআই এড়িয়ে এসএসকেএমে ভর্তি হওয়া নিয়ে ‘অনুমাধব’-এ তাঁকে বিঁধেছিলেন অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ ৷ সরাসরি নাম না করলেও অনুমাধবের বাস্তব চরিত্র যে ‘অনুব্রত’ই, তা বেশ বুঝেছিল আমজনতা ৷ এবার তার পাল্টা দিলেন দেবাংশু ৷ ঘুরিয়ে নয়, কবিতায় সরাসরি নাম করে রুদ্র-কে বিঁধলেন ‘খেলা হবে’ গানের স্রষ্টা (Debangshu Bhattacharya pokes Rudranil Ghosh ) ৷
প্রথম জীবনে বামপন্থায় বিশ্বাসী হলেও রাজ্যে পালাবদলের পরে জোড়াফুলে ভিড়েছিলেন রুদ্রনীল ৷ একুশে জুলাই থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর শপথ, সমস্ত অনুষ্ঠানেই অভিনেতাকে দেখা যেত সামনের সারিতে ৷ শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে পেয়েছিলেন সরকারি পদও ৷ একুশের বিধানসভা ভোটের আগে দল বদলের জোয়ারে গা ভাসিয়ে যোগ দেন পদ্মশিবিরে ৷ বিধানসভা ভোটে ভবানীপুর থেকে দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরে যান তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ৷ একই আসনে পরে উপনির্বাচন হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্বে তাঁকে আর প্রার্থী করেনি দল ৷ তারপর থেকেই ফের দোলাচলে তিনি ৷ জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’-এর ছন্দেই কবিতা বেঁধেছেন দেবাংশু ৷ নাম ‘রুদ্র দাদার প্রতি’ ৷ কবিতায় অভিনেতার বারবার দল বদলের কথাই তাঁকে স্মরণ করিয়েছেন জোড়াফুলের ‘ইয়ুথ আইকন’ ৷