পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মৃত্যু সংবাদ ভুয়ো, ভাল আছেন বুদ্ধদেব গুহ - মৃত্যু সংবাদ ভুয়ো

24 এপ্রিল করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব গুহ ৷ গতকাল থেকে আজ মঙ্গলবারের মধ্যে দু'বার বর্ষীয়ান সাহিত্যকের ভুয়ো মৃত্যু সংবাদ ছড়ায় সোশ্যাল মিডিয়ায় ।

death-news-of-buddhadeb-guha-is-fake-writer-is-physically-well-now
death-news-of-buddhadeb-guha-is-fake-writer-is-physically-well-now

By

Published : May 11, 2021, 7:02 PM IST

Updated : May 11, 2021, 7:40 PM IST

কলকাতা, 11 মে : কোভিড আক্রান্ত হয়েছিলেন, কিন্তু ভাল আছেন বুদ্ধদেব গুহ । বর্ষীয়ান সাহিত্যকের ভুয়ো মৃত্যু সংবাদ ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় । জানানো হল বুদ্ধদেব গুহ-র অনুমোদিত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে । সোশ্যাল মিডিয়ার পোস্টে একই কথা জানালেন 'মাধুকরী'র রচয়িতার স্বজন-বন্ধুরাও ৷

গত 24 এপ্রিল করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব গুহ ৷ বর্ষীয়ান সাহিত্যিক সেই সময় থেকে কলকাতার একটি হোটেলে নিভৃতবাসে রয়েছেন ৷ এই সময় জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন বুদ্ধদেব গুহর মেয়ে ও লেখকের গাড়ির চালক ৷ গত কিছুদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন বছর ছিয়াশির বুদ্ধদেব গুহ ৷ বুকে সর্দি জমে, অল্প কাশিও দেখা দেয় তাঁর ৷ এমন উপসর্গগুলি দেখা দেওয়ার পরেই করোনা পরীক্ষা করানো হয় ৷ রিপোর্ট পজিটিভ আসে ৷ তবে এই উপসর্গগুলি ছাড়া শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি 'চান ঘরে গান'-এর লেখকের ৷ কিন্তু গতকাল ও আজ মঙ্গলবার দু'দিনে দু'বার বুদ্ধদেব গুহর ভুয়ো মৃত্যু সংবাদ ছড়ায় সোশ্যাল মিডিয়ায় ৷ এরপরই লেখকের অনুমদিত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানানো হয়, "বুদ্ধদেব গুহ ভাল আছেন ৷ এখন অক্সিজেন খুব কম লাগছে ৷ বেশির ভাগ সময় লাগছেও না ৷ অকারণে কেউ কোনও গুজব ছড়াবেন না, প্লিজ ৷"

সোশ্যাল মিডিয়ায় বুদ্ধদেব গুহ-র অনুমোদিত অ্যাকাউন্টের পোস্ট ৷

আরও পড়ুন: করোনায় আক্রান্ত বুদ্ধদেব গুহ, রয়েছে সর্দি-কাশি

লেখকের ঘনিষ্ট স্বজন-বন্ধুরাও জানিয়েছেন, তিনি নিভৃতবাসে আছেন, ভাল আছেন ৷ তাঁর অক্সিজেন লাগছে না ৷ বুদ্ধদেব গুহর মেয়ে ও ড্রাইভারও বর্তমানে ভাল আছেন বলে জানা গিয়েছে ৷

Last Updated : May 11, 2021, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details