পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতায় সোয়াইন ফ্লু আক্রান্তের মৃত্যু - kolkata

ফের সোয়াইন ফ্লু আক্রান্তের মৃত্যু হল হল কলকাতায় । মৃতের নাম রজনি ধননিয়া ।

প্রতীকী চিত্র

By

Published : May 13, 2019, 8:39 PM IST

কলকাতা, ১৩ মে : ফের সোয়াইন ফ্লু আক্রান্তের মৃত্যু হল । মৃতের নাম রজনি ধননিয়া (৫৭) । তিনি নৈহাটির বাসিন্দা । গত শনিবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।

মৃতের স্বামী পবন কুমার ধননিয়া জানান, গায়ে ব্যথা নিয়ে সল্টলেকের বেসরকারি হাসপাতালে গত ৯ মে রজনিকে ভরতি করা হয় । পরীক্ষার পর জানা যায় রজনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত । তাঁকে ICU-তে স্থানান্তরিত করা হয় । গত শনিবার (১১ মে) বেলা ১২টা নাগাদ রজনির মৃত্যু হয় ।

বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হলেও তার ডায়াবেটিসের সমস্যা ছিল । চলতি বছরে এই নিয়ে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত মোট ৭ জনের মৃত্যু হল ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details